মাতৃহারা Arindam Bhattacharya, 'দাদা'র জন্য Pritam Kotal র আবেগি ফেসবুক পোস্ট

এটিকে মোহনবাগানের ক্যাপ্টেন প্রীতম দাদা বলে সম্বোধন করেন অরিন্দমকে। 

Updated By: May 11, 2021, 03:25 PM IST
মাতৃহারা Arindam Bhattacharya, 'দাদা'র জন্য Pritam Kotal র আবেগি ফেসবুক পোস্ট

নিজস্ব প্রতিবেদন: মাতৃহারা হয়েছেন দেশের অন্যতম সেরা গোলকিপার অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharya)। কোভিড আক্রান্ত হয়ে গত সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অরিন্দমের মা। এক বছরের ব্যবধানে বাবা এবং মাকে হারিয়ে ভেঙে পড়েছেন অরিন্দম। এমন অকাঙ্খিত দুর্যোগের সময়ে তাঁর মনোবল বাড়াতে ফেসবুকে আবেগি পোস্ট করলেন প্রীতম কোটাল (Pritam Kotal)। এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) ক্যাপ্টেন অরিন্দমকে দাদা বলে সম্বোধন করেন। পারস্পরিক শ্রদ্ধা ও ভালবাসা এক অন্য জায়গায়। প্রীতম লিখলেন, "অরিন্দমদা , জানি এ ক্ষতি অপূরণীয় । আমরা কেউই ভাবিনি হঠাৎ করে এত বড় বিপর্যয় নেমে আসবে তোমার জীবনে। মাঠে যেমন শেষ মুহূর্ত অবধি লড়াই করো,এবারও আরও শক্তিশালী হয়ে ফিরবে তুমি। তোমার পাশে ভবিষ্য়তে আমি ও আমার পরিবার সর্বদা থাকবে।"

অরিন্দম দা , জানি এ ক্ষতি অপুরণীয় । আমরা কেউই ভাবিনি হঠাৎ করে এত বড় বিপর্যয় নেমে আসবে তোমার জীবনে । মাঠে যেমন শেষ...

Posted by Pritam Kotal on Monday, May 10, 2021

আরও পড়ুন: COVID-19: দেশের করোনা যুদ্ধে ৩০ কোটি টাকা দিল Sunrisers Hyderabad

কিছুদিন আগেই করোনাক্রান্ত হন অরিন্দমের মা। গত দু'সপ্তাহ ধরে তিনি মায়ের জন্য লড়াই করেন। আর এর  সঙ্গেই মোহনবাগানকে জানিয়ে দেন যে, এএফসি কাপ (AFC Cup) খেলতে তিনি মলদ্বীপে যেতে পারবেন না। যদিও কোভিডের কারণেই গতকাল বাতিল হয়ে গিয়েছে এএফসি কাপ। এই মরসুমে হাবাসের টিমের হয়ে তেকাঠির নীচে অসাধারণ পারফরম্যান্স দেন অরিন্দম। গোল্ডেন গ্লাভস ওঠে কলকাতার বছর একত্রিশের ফুটবলারের হাতে। কিন্তু ফাইনালে তিনি কিছু ভুল করে ফেলেন। দলের হারের ব্যর্থতা নিজের কাঁধে নিয়ে কান্নায় ভেঙে পড়েন অরিন্দম। সেই শোক কাটতে না কাটতেই আজ অরিন্দমের জীবনের এত বড় আঘাত নেমে এল।

.