#ISL- শেষ মুহূর্তে গোল খেয়ে দুরন্ত জয় হাতছাড়া কলকাতার

Updated By: Nov 4, 2014, 10:16 PM IST
#ISL- শেষ মুহূর্তে গোল খেয়ে দুরন্ত জয় হাতছাড়া কলকাতার

অ্যাটলেটিকো দি কলকাতা (১) চেন্নাইয়ান এফসি (১)
ওয়েব ডেস্ক: শেষ মুহূর্তে গোল খেয়ে চেন্নাইয়ের মাঠে তিন পয়েন্ট হাতছাড়া অ্যাটলেটিকো দি কলকাতার। মঙ্গলবার চেন্নাইয়ান বনাম অ্যাটলেটিকোর টানটান উত্তেজনার ম্যাচ শেষ ১-১  গোলে। দুটি দলই পেনাল্টি থেকে গোল করে। একই ভাবে দুই দলই দশজনে ম্যাচ শেষ করল। ম্যাচের ৩৫ মিনিটে গোল করে সৌরভের দলকে এগিয়ে দেন লুই গার্সিয়া। তার আগে মহম্মদ রফিকে ফাউল করে লাল কার্ড দেখেন শিল্টন পাল। দ্বিতীয়ার্ধের শুরুতেই জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন অ্যাটলেটিকোর জোফরে ম্যাথিউ। ম্যাচের ৯২ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ করেন এলানো।

এদিকে, বাকি আইএসএলেই অনিশ্চিত হয়ে পড়লেন মুম্বই সিটি এফসির মার্কি ফুটবলার ফ্রেডি লুংবার্গ। নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট  পান সুইডেনের এই প্রাক্তন তারকা। তখনই মুম্বই টিমের পক্ষ থেকে জানানো হয়েছিল লংবার্গের চোট বেশ গুরুতর। এমআরআই রিপোর্টেও চোট ধরা পরে। আপাতত এক মাস মাঠের বাইরে থাকতে হবে লংবার্গকে। যার ফলে  মুম্বইয়ের জার্সি গায়ে আগামী পাঁচটি ম্যাচ খেলতে পারবেন না এই তারকা। গুরুতর চোট  সারিয়ে তারপর লুংবার্গের ম্যাচ ফিট হওয়া নিয়ে প্রশ্নচিহ্ন থাকছেই। মুম্বইয়ের হয়ে দুটো ম্যাচে লুংবার্গ খেলেছেন পঞ্চাশ মিনিট।

.