শেষ মূহুর্তে ফ্রিকিক থেকে হিউমের গোলে ম্যাচ বাঁচাল কলকাতা
ঘরের মাঠেও ধাক্কা। শেষ মুহূর্তের গোলে কোনওক্রমে হার বাঁচাল এটিকে। চাপ বাড়ল মোলিনার উপর।
ব্যুরো: ঘরের মাঠেও ধাক্কা। শেষ মুহূর্তের গোলে কোনওক্রমে হার বাঁচাল এটিকে। চাপ বাড়ল মোলিনার উপর।
Teamwork at its best! Lara to Postiga to Hume, who makes no mistake as he scores the Equaliser!#ATK #ATKvNEU #AamarBukeyATK #LetsFootball pic.twitter.com/ekQJnC1lnO
— Atlético de Kolkata (@atletidekolkata) November 17, 2016
শেষ মূহুর্তের গোলে হার বাঁচাল অ্যাটলেটিকো দ্য কলকাতা। ঘরের মাঠে পাঁচ মিনিটেই নর্থ ইস্টের কাছে গোল খেয়ে পিছিয়ে পড়ে এটিকে। নর্থ ইস্টের হয়ে গোল করেন নিকো ভেলেজ। এরপরও এটিকের গোলরক্ষক দেবজিত ঘোষ যদি দুটি অনবদ্য সেভ না করতেন তাহলে হেরেই মাঠ ছেড়ে ফিরতে হত মোলিনার দলকে। পাশাপাশি বিরক্তিকর ছন্নছাড়া ফুটবল দেখে একসময় মনে হচ্ছিল হারতেই চলেছে এটিকে। কিন্ত খেলার নব্বই মিনিটের মাথায় ফ্রিকিক থেকে গোল করে এটিকের মান বাঁচান হিউম। দল ড্র করলেও রক্ষণের ছন্নছাড়া দশা এবং বিদেশিদের পারফরম্যান্স চেন্নাইয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচের আগে চিন্তায় রাখল এটিকেকে।