Neeraj Chopra: নীরজকে দেখেই ভারতীয় অ্যাথলেটিক্স ভবিষ্যতের নীল নকশা ছকে ফেলল

আগামীর অ্যাথলেটিক্সে জ্যাভলিনের ওপর আরও জোর দেওয়া হবে

Updated By: Aug 10, 2021, 11:37 AM IST
Neeraj Chopra: নীরজকে দেখেই ভারতীয় অ্যাথলেটিক্স ভবিষ্যতের নীল নকশা ছকে ফেলল

নিজস্ব প্রতিবেদন: টোকিও অলিম্পিক্স থেকে দেশে ফেরার পরেই সংবর্ধনায় ভেসে যাচ্ছেন নীরজ চোপড়া। মঙ্গলবার সকালে অ্যাথলেটিক্সে ফেডারেশন অফ ইন্ডিয়া (এএফআই) টোকিও অলিম্পিক্সে অংশ নেওয়া অ্যাথলিটদের সংবর্ধনা দেয়। অনুষ্ঠানে ছিলেন  'সোনার ছেলে' নীরজ ও ডিসকাস থ্রোয়ার কমলপ্রীত কৌর। ডিসকাস ফাইনালে যিনি ৬ নম্বরে শেষ করেছিলেন।

আরও পড়ুনTokyo Olympics 2020: দিল্লিতে পদকজয়ীদের রাজকীয় সংবর্ধনা কেন্দ্রের

নীরজের সাফল্য দেখেই ভারতীয় অ্যাথলেটিক্স  ভবিষ্যতের রূপরেখা তৈরি করে ফেলল। জাতীয় সংস্থার প্ল্যানিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, আগামী দিনে ভারতে আরও বেশি করে জ্যাভলিনের প্রচার করা হবে। প্রতি বছর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এএফআই-এর চেয়ারম্যান ললিত ভনোট এমনটাই জানিয়েছেন।

ফাইনালের দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.৫৮ মিটার ছুঁডে় সোনার পদক ছিনিয়ে নিয়েছিলেন নীরজ। এদিনের অনুষ্ঠানে নীরজ বলেন যে, ওই 'সোনার থ্রো' তিনি ফ্লো-তেই করে ফেলেন। কোনও কিছু মাথায় না নিয়েই তিনি জ্যাভলিন ছুড়েছিলেন। এদিনও নীরজ ফের ৯০ মার্ক স্পর্শ না করার আক্ষেপ করেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.