অ্যারন ফিঞ্চের শতরান ও মিচেল মার্শের অনবদ্য বোলিংয়ে জয়ী অস্ট্রেলিয়া

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বড় ব্যবধানে জয় পেল দুই আয়োজক দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

Updated By: Feb 14, 2015, 09:47 PM IST
অ্যারন ফিঞ্চের শতরান ও  মিচেল মার্শের অনবদ্য বোলিংয়ে জয়ী অস্ট্রেলিয়া

ওয়েব ডেস্ক: বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বড় ব্যবধানে জয় পেল দুই আয়োজক দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের অ্যাসেজের উত্তাপ জারি রইল বিশ্বকাপের ২২ গজেও। অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী টিম ইংল্যান্ড।  উদ্বোধনী ম্যাচেই  ইংল্যান্ডকে ১১১ রানে হারাল  অস্ট্রেলিয়া। মেলবোর্নে

অ্যারন ফিঞ্চের দুরন্ত ব্যাটিং ও মিচেল মার্শের অনবদ্য বোলিংয়ের সৌজন্যে ইংল্যান্ডকে ১১১ রানে হারিয়ে দেয়  অস্ট্রেলিয়া।
 
প্রথমে ব্যাট করে অসিরা ৯ উইকেটে ৩৪২ রান করে।অ্যারন ফিঞ্চ ১৩৫ ও ম্যাক্সওয়েল ৬৬ রানে ভড় করে রানের মাইলস্টোনে  পৌঁছায় অস্ট্রেলিয়া।

 ইংল্যান্ডের স্টিফেন ফিন এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকটি করেন। জবাবে ইংল্যান্ড ২৩১ রানে অলআউট হয়ে যায়। ইংল্যান্ডের টেলর দুরানের জন্য শতরান মিস করেন।

 

.