Asian Games 2023: '১০০ দিনের কাজ থেকে ফুটবল, সবেতেই বাংলাকে বঞ্চনা কি প্রতিহিংসায়?'
২১ সেপ্টেম্বর থেকে আইএসএল শুরু হওয়ার ফলে বেশিরভাগ ক্লাব তাদের সেরা ভারতীয় অনুর্ধ্ব-২৩ প্রতিভাকে ছাড়তে রাজি ছিল না। স্টিমাচের বাছাই করা অন্য দুই সিনিয়র খেলোয়াড় ছিলেন এফসি গোয়ার সন্দেশ ঝিংগান এবং বেঙ্গালুরু এফসির গুরপ্রীত সিং সান্ধু, যাদের দুজনকেই তাদের ক্লাব ছাড়েনি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী হ্যাংঝৌ এশিয়ান গেমসে ১৭ সদস্যের একটি স্কোয়াডের নেতৃত্ব দেবেন। এই স্কোয়াডে স্টিমাচের চাওয়া ২২ জন খেলোয়াড়ের মধ্যে মাত্র নয়জনকে প্রাথমিকভাবে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ক্লাবগুলি ছেড়েছে। এই টুর্নামেন্ট ফিফা আন্তর্জাতিক উইন্ডোর বাইরে পড়ে।
স্টিমাচ এবং তার কোচিং স্টাফ এশিয়ান গেমসের অংশ নেবেন কিনা তা স্পষ্ট নয়। কারণ তিনি সফল সাফ কাপের পরে যে খেলোয়াড়দের খুঁজছিলেন তাদের বেশিরভাগই নিজেদের আইএসএল দলের হয়ে ঘরোয়া লীগে অংশগ্রহণ করবেন এবং এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ অথবা এএফসি কাপ টুর্নামেন্ট খেলবেন। স্টিমাচ আগেই স্পষ্ট করেছিল যে এশিয়ান গেমস আসলে বিশ্বকাপ বাছাইপর্ব এবং এএফসি এশিয়ান কাপের পথে একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট।
আরও পড়ুন: Mohun Bagan: এই তিন দলই আইএসএলে দেবে বেগ! ভবিষ্যদ্বাণী ফেরান্দোর, আশিকের চোট নিয়ে এল মেগা আপডেট
কিন্তু ২১ সেপ্টেম্বর থেকে আইএসএল শুরু হওয়ার ফলে বেশিরভাগ ক্লাব তাদের সেরা ভারতীয় অনুর্ধ্ব-২৩ প্রতিভাকে ছাড়তে রাজি ছিল না। স্টিমাচের বাছাই করা অন্য দুই সিনিয়র খেলোয়াড় ছিলেন এফসি গোয়ার সন্দেশ ঝিংগান এবং বেঙ্গালুরু এফসির গুরপ্রীত সিং সান্ধু, যাদের দুজনকেই তাদের ক্লাব ছাড়েনি।
এমনকি মূল স্কোয়াড থাকা বাকি নয়জন খেলোয়াড়ের মধ্যে, ছেত্রী বাদে বেশিরভাগই তাদের ক্লাবের জন্য মূল দলের খেলোয়াড় নয়। ছেত্রীর ৩৭ বছর বয়স। গত এক বছরে বেঙ্গালুরু এফসির জন্য নিশ্চিত স্টার্টার ছিলেন না তিনি। যদিও ক্লাবের হয়ে এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় মাঠে থাকেন তিনি।
প্রশ্ন তুললেন ক্রীড়ামন্ত্রী
অন্যদিকে রাজ্যের ক্রীড়ামন্ত্রী জাতীয় দল নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেছেন, আসন্ন এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলে বাংলা থেকে মাত্র একজন ফুটবল খেলোয়াড় সুযোগ পেয়েছেন, রহিম আলী। এর বাইরে কোনও বাঙালি ফুটবলার নেই কেন? এই প্রশ্ন তুলেছেন তিনি।
আরও পড়ুন: Argentina | Leonel Messi: মাঠে নেই মেসি, তবু লা পাজে বড় ব্যাবধানে জয় আর্জেন্টিনার
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যান চৌবেকে প্রশ্ন করছেন অরূপ বিশ্বাস। তিনি প্রশ্ন তোলেন এটা কি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি প্রতিশোধ নেওয়ার মানসিকতা থেকে করছেন?
তিনি দাবি করেন সব জায়গাতেই বাংলাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ১০০ দিনের কাজ থেকে শুরু করে বাংলার ফুটবল।
AIFF announces Men's squad for Hangzhou Asian Games
Read https://t.co/wLCMHhLxTh#IndianFootball pic.twitter.com/aWzzvpE2m0
— Indian Football Team (@IndianFootball) September 13, 2023
এশিয়ান গেমসের জন্য ঘোষণা করা ভারতীয় দল
গুরমিত সিংহ, ধীরাজ সিং মইরাংথেম, সুমিত রাঠি, নারিন্দার গেহলোত, অমরজিত সিং কিয়াম, স্যামুয়েল জেমস, রাহুল কেপি, আব্দুল রাবিহ আঞ্জুকান্দান, আয়ুশ দেব ছেত্রী, ব্রাইস মিরান্ডা, আযফার নূরানি, রহিম আলি, ভিন্সি ব্যারেটো, সুনিল ছেত্রী, রহিত দানু, গুরকিরাত সিং, অনিকেত যাদব।