এশিয়া কাপ হকিতে ভারতের কাছে দুরমুশ বাংলাদেশ
Updated By: Oct 13, 2017, 07:58 PM IST
নিজস্ব প্রতিবেদন: এশিয়া কাপ হকিতে ভারতের কাছে নাস্তানাবুদ বাংলাদেশ। শুক্রবার ঢাকায় টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৭ গোলে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া।
টুর্নামেন্টের প্রথম ম্যাচেই জাপানকে ৫-১ গোলে হারিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করে ভারত। এবার বাংলাদেশকে হারিয়ে ভারত দুটি ম্যাচে মোট ১২টি গোল করে ফেলল। রবিবার ভারতের সামনে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান।
ভারতের পক্ষে প্রথম গোলটি করেন গুরজন্ত সিং। খেলার প্রথমে থেকেই কোনও ভাবেই ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বাংলাদেশিরা। খেলার ১১ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন আকাশদীপ সিং। দুমিনিট বাদেই ফের গোল করেন ললিত উপাধ্যায়। সবে মিলিয়ে ভারতের একের পর এক হামলায় বিপর্যন্ত হয়ে পড়ে অনভিজ্ঞ বাংলাদেশ।
আরও পড়ুন-দল ছেড়ে নবনির্মাণ সেনার ৬ কাউন্সিলর শিবসেনায়, বিপাকে রাজ ঠাকরে