১৫ মাস পর আজ ভারত-পাকিস্তান মহাযুদ্ধ, কোথায় দেখবেন মহারণ

পরপর দু দিনে দুটো ম্যাচ। হংকং ম্যাচে প্রথম একাদশে রাখা হয়নি হার্দিক পান্ডিয়া, জশপ্রীত বুমরাকে। পাকিস্তান ম্যাচের কথা ভেবেই তাঁদের তুলে রাখা হয়েছে।

Updated By: Sep 19, 2018, 09:36 AM IST
১৫ মাস পর আজ ভারত-পাকিস্তান মহাযুদ্ধ, কোথায় দেখবেন মহারণ

নিজস্ব প্রতিবেদন :  মঙ্গলবারই হংকংয়ের বিরুদ্ধে কোনও রকমে জিতেছে ভারত। আর আজ, বুধবার এশিয়া কাপে গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। দীর্ঘ ১৫ মাস পর বাইশ গজে মুখোমুখি দুই দেশ। টুর্নামেন্টের নিরিখে একেবারেই গুরুত্বহীন ম্যাচ। কারণ দুই দলই হংকং-কে হারিয়ে ইতিমধ্যেই সুপার ফোরে উঠে গিয়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন হলে সুপার ফোরে কোনও বাড়তি সুবিধা পাওয়া যাবে না। সেই গুরুত্বহীন ম্যাচেও উত্তাপ। শোনা যাচ্ছে, পাকিস্তানের বিশ্বজয়ী ক্রিকেটার-প্রধানমন্ত্রী ইমরান খান দুবাইয়ে গ্যালারিতে বসে এই ম্যাচ দেখবেন। ভারতের কাছে এই ম্যাচ আবার প্রতিশোধের। কারণ গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শেষ সাক্ষাতে ভারতকে হারিয়ে ট্রফি জিতেছিল পাকিস্তান। রোহিত-শিখর-ধোনি-বুমরা-ভুবিদের সামনে তাই সম্মান রক্ষার লড়াই।  

আরও পড়ুন - ভারত-পাক মহারণ দেখতে মাঠে থাকবেন ইমরান খান!

হংকংয়ের বিরুদ্ধে ভারতের যা পারফরম্যান্স তাতে বিরাট কোহলিহীন ভারতের বিরুদ্ধে আজকের ম্যাচে পাকিস্তান যেন কিছুটা ফেভারিট হয়েই নামবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তারপর বারো ঘণ্টার ব্যবধানে বড় ম্যাচ নেমে পড়তে হবে। ৪২  ডিগ্রি চড়া গরমে একেই নাজেহাল অবস্থা রোহিতদের। তার ওপর আবার পরপর দু দিনে দুটো ম্যাচ। হংকং ম্যাচে প্রথম একাদশে রাখা হয়নি হার্দিক পান্ডিয়া, জশপ্রীত বুমরাকে। পাকিস্তান ম্যাচের কথা ভেবেই তাঁদের তুলে রাখা হয়েছে। শার্দুলের জায়গায় বুমরার দলে ঢোকাটা নিশ্চিত। কিন্তু খলিল আহমেদ তাঁর অভিষেক ম্যাচে যা বল করেছেন তাতে তাঁকে বাদ দিয়ে হার্দিককে খেলানো কঠিন। তবে দীনেশ কার্তিকের জায়গায় হার্দিককে দলে নেওয়ার সম্ভবনা থাকছে। আবার লোকেশ রাহুলকেও খেলানোর সম্ভবনা থাকছে। তবে হংকংয়ের বিরুদ্ধে ভারত খারাপ খেললেও রোহিতের দলকে হাল্কাভাবে নিতে নারাজ পাক শিবির।            

আরও পড়ুন - হংকং-এর বিরুদ্ধে কষ্ট করে জিতল কোহলিহীন ভারত

# ভারতীয় সময় ঠিক বিকেল ৫:০০ টায় দুবাইয়ে শুরু এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণ।
# ম্যাচের সরাসরি সম্প্রচার দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে
# ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন হটস্টার-এ।

টিভি পর্দায় আর লাইভ স্ট্রিমিং-এ বাইশ গজের মহাযুদ্ধের স্বাক্ষী থাকুন আপনিও।

.