Ashes 2023, ENG vs AUS: অনবদ্য হ্যারি ব্রুক, মার্ক উড-ক্রিস ওকসের দাপটে সিরিজে টিকে রইল বেন স্টোকসের দল

আগুনে পরিস্থিতির মধ্যে শুরু হয়েছিল তৃতীয় টেস্ট। হেডিংলিতে প্রথম থেকেই দাপট দেখিয়েছেন দুই দলের বোলাররা। টসে জিতে বোলিং নেন স্টোকস। অভিজ্ঞ জেমস অ্যান্ডারসনকে বাদ দিয়েই নেমেছিল ইংরেজরা। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jul 9, 2023, 10:21 PM IST
Ashes 2023, ENG vs AUS: অনবদ্য হ্যারি ব্রুক, মার্ক উড-ক্রিস ওকসের দাপটে সিরিজে টিকে রইল বেন স্টোকসের দল
জয়ের পর ম্যাচের সেরা মার্ক উডের সঙ্গে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দারুণ লড়াই করে অ্যাশেজ (Ashes 2023) জমিয়ে দিল ইংল্যান্ড (England)। তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে (Australia) হারিয়ে চলতি সিরিজে প্রথমবার জয়ের স্বাদ পেলেন বেন স্টোকসরা (Ben Stokes)। বাকবিতণ্ডা, বিতর্কের আগুনে ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে অ্যাশেজ। চারদিনের মধ্যেই ৩ উইকেটে ম্যাচ জিতেছে সাহেবরা। যদিও অ্যাশেজে এখন ২-১ ফলে এগিয়ে প্যাট কামিন্সের (Pat Cummins) দল। 

দ্বিতীয় টেস্টে জনি বেয়ারস্টোর আউট নিয়ে প্রবল বিতর্কে জড়িয়েছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। মাঠের মধ্যে খেলোয়াড়দের উত্তেজনার আঁচ এসে পড়েছে মাঠের বাইরেও। লর্ডসের মতো ঐতিহ্যবাহী স্টেডিয়ামের লং রুমে হেনস্তার মুখে পড়তে হয়েছে অজি ক্রিকেটারদের। অস্ট্রেলিয়ার উইকেটকিপার অ্যালেক্স কেরির বিরুদ্ধে সরাসরি মুখ খুলেছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক।

আরও পড়ুন: Alex Carey And Alastair Cook, The Ashes 2023: চুল নিয়ে চুলোচুলি! অ্যালেক্স ক্যারির কাছে ক্ষমা চাইতে বাধ্য হলেন অ্যালিস্টার কুক

আরও পড়ুন: HarmanPreet Kaur, INDW vs BANGW T20I: হরমনের অপরাজিত অর্ধশতরান, বাংলাদেশকে সাত উইকেটে হারাল ভারত

এমন আগুনে পরিস্থিতির মধ্যে শুরু হয়েছিল তৃতীয় টেস্ট। হেডিংলিতে প্রথম থেকেই দাপট দেখিয়েছেন দুই দলের বোলাররা। টসে জিতে বোলিং নেন স্টোকস। অভিজ্ঞ জেমস অ্যান্ডারসনকে বাদ দিয়েই নেমেছিল ইংরেজরা। দলে সুযোগ পেয়েই চমকে দেন মার্ক উড। প্রথম দিনেই উসমান খোয়াজা, অ্যালেক্স কেরি-সহ পাঁচজন অজি ব্যাটারকে আউট করেন তিনি। তবে সেঞ্চুরি করে দলকে বাঁচান মিচেল মার্শ। প্রথম ইনিংসে ২৬৩ রানে অলআউট হয়ে যায় অজিরা।

তবে প্রথম ইনিংসে সুবিধা করতে পারেনি ইংল্যান্ডও। বিপক্ষ অধিনায়ক প্যাট কামিন্সের আগুনে গতিতে মাত্র ২৩৭ রানে গুটিয়ে যায় তারা। সাত উইকেট তুলে নেন কামিন্স। তবে অজিদের দ্বিতীয় ইনিংসে দাপট দেখান ইংল্যান্ডের তিন পেসার। মার্ক উডের পাশাপাশি স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকসের আগুনে বোলিংয়ে ২২৪ রানেই শেষ অজিরা। জয়ের জন্য প্রয়োজনীয় ২৫১ রান তুলতে কড়া চ্যালেঞ্জের মুখে পড়ে ইংল্যান্ড। তবে কঠিন সময়ে ৭৫ রান করে জয়ের মঞ্চ তৈরি করে দেন হ্যারি ব্রুক। শেষ পর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ওকস। তৃতীয় টেস্ট জিতে অ্যাশেজের লড়াই আরও জমিয়ে দিলেন স্টোকসরা। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)    

.