বিস্ফোরক আর্মান্দো কোলাসো, দলের তারকা ফুটব্লারদের বিরুদ্ধে ঘুরিয়ে তোপ দাগলেন লাল-হলুদ কোচ
বিস্ফোরক আর্মান্দো কোলাসো। বুধবার ইস্টবেঙ্গল কোচ যা বললেন,তা না শুনলে বোঝহয় বিশ্বাস করবেন না তাঁর দলের ফুটবলার-রাও। ইস্টবেঙ্গল কোচের বিস্ফোরক বক্তব্য যে তাঁর দলে কোনও নেতা নেই। যা ফল ভোগ করতে হচ্ছে মোগা-চিড্ডিদের। শেষ দশ ম্যাচে মাত্র তিনটে জিতেছে লাল-হলুদ। ইদানিংকালের মধ্যে সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন মেহতাব-রা। ব্যর্থতার কারণ হিসাবে যেমন মানসিক জড়তার কথা বলছেন,তেমনই নেতার অভাবের কথাও তুলে ধরছেন আর্মান্দো। ইস্টবেঙ্গল কোচের অভিযোগ,এই দলে কেউ কারর সঙ্গে কথা বলেন না,কেউ কাউকে উজ্জীবিত করেন না।
বিস্ফোরক আর্মান্দো কোলাসো। বুধবার ইস্টবেঙ্গল কোচ যা বললেন,তা না শুনলে বোঝহয় বিশ্বাস করবেন না তাঁর দলের ফুটবলার-রাও। ইস্টবেঙ্গল কোচের বিস্ফোরক বক্তব্য যে তাঁর দলে কোনও নেতা নেই। যা ফল ভোগ করতে হচ্ছে মোগা-চিড্ডিদের। শেষ দশ ম্যাচে মাত্র তিনটে জিতেছে লাল-হলুদ। ইদানিংকালের মধ্যে সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন মেহতাব-রা। ব্যর্থতার কারণ হিসাবে যেমন মানসিক জড়তার কথা বলছেন,তেমনই নেতার অভাবের কথাও তুলে ধরছেন আর্মান্দো। ইস্টবেঙ্গল কোচের অভিযোগ,এই দলে কেউ কারর সঙ্গে কথা বলেন না,কেউ কাউকে উজ্জীবিত করেন না।
ইস্টবেঙ্গল দলে মেহতাব,চিড্ডি,সৌমিক,আলভিটোর মত সিনিয়ার ফুটবলার থাকলেও আর্মান্দো এদের নেতা বলতে নারাজ। গোয়ান কোচের কাছে নেতা হলেন বেটো,র্যান্টি,ক্লাইম্যাক্স ,মহেশ গাউলির মত তাঁর কোচিংয়ে খেলা ফুটবলার-রা।চিড্ডি-মোগাদের বিরুদ্ধে তোপ দাগলেন আর্মান্দো। দলের ফুটবলারদের বিরুদ্ধে স্বার্থপরতার অভিযোগ আনলেন ইস্টবেঙ্গল কোচ । গোয়ান কোচের অভিযোগ এসে,এই দলে সবাই শুধু নিজের কথা ভাবা। কেউ দলের কথা ভাবা না। আর তাতেই হচ্ছে সমস্যা। কোনও ফুটবলার দলে সুযোগ না পেলেই,কোচের উপরে ক্ষোভ উগড়ে দেন বলে অভিযোগ আই লিগের সবচেয়ে সফল কোচের। এই পরিস্থিতিতে কোনও কোচ সফল হতে পারেন না বলে সাফাই দিচ্ছেন আর্মান্দো।
মোহনবাগানের বিরুদ্ধে কোনওক্রমে ড্র করেছে ইস্টবেঙ্গল। শেষ পাঁচ ম্যাচে জয় নেই দলের। সামনে আরও কঠিন চ্যালেঞ্জ এই পরিস্থিতি কেন আর্মান্দো কোলাসো নিজের দলের ফুটবলারদের কাঠগড়ায় তুললেন তা নিয়ে সংশয় থাকছে। অনেকেই আর্মান্দোর কথার রেশ টেনে মনে করছেন,কলকাতা ফুটবলের চাপ নিতে না পেরে বেসামাল হয়ে পড়েছেন গোয়ান কোচ। তাই আই লিগের শেষ হওয়ার আগেই নিজের দলের ফুটবলারদের উপরই আস্থা হারিয়েছেন তিনি।