মুকুট নেই তবু তখত থাকল মেসিদের, ভারত ১৫৬

ট্রফি নেই তবু বিশ্ব ফুটবলের সিংহাসন ধরে রাখল আর্জেন্টিনা। সদ্য প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রাখলেন লিওনেল মেসিরা। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে প্রথম দশে ঢুকে পড়ল চিলি। বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে তিনে ঠেলে দিয়ে বেলজিয়াম ফিফা র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এল।

Updated By: Aug 6, 2015, 02:41 PM IST
মুকুট নেই তবু তখত থাকল মেসিদের, ভারত ১৫৬

ওয়েব ডেস্ক: ট্রফি নেই তবু বিশ্ব ফুটবলের সিংহাসন ধরে রাখল আর্জেন্টিনা। সদ্য প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রাখলেন লিওনেল মেসিরা। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে প্রথম দশে ঢুকে পড়ল চিলি। বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে তিনে ঠেলে দিয়ে বেলজিয়াম ফিফা র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এল।

ব্রাজিল একধাপ উঠে প্রথমে পাঁচে থাকল। ব্রাজিলের আগে থাকল কলম্বিয়া। ২০১০ সালে ওয়েলশ ছিল ফিফা র‌্যাঙ্কিংয়ে ১১২ নম্বে সেখানে গ্যারেথ বেলের দেশ এখন ৯ নম্বরে। প্রথম দশের বাইরে চলে গেল স্পেন (১১), ইটালি (১৬)।  

ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারত ১৫৬ নম্বরেই পড়ে থাকল।

একনজরে ফিফা র‌্যাঙ্কিংয়ে প্রথম দশ-
১) আর্জেন্টিনা, ২) বেলজিয়াম, ৩) জার্মানি, ৪) কলম্বিয়া, ৫) ব্রাজিল, ৬) পর্তুগাল, ৭) রোমানিয়া, ৮) ইংল্যান্ড, ৯) ওয়েলশ, ১০)চিলি।

.