Tokyo Olympics 2020: পদকের আশা জিইয়ে তিরন্দাজির কোয়ার্টার ফাইনালে Deepika Kumari

রাশিয়ার প্রতিপক্ষকে হারালেন Deepika Kumari

Updated By: Jul 30, 2021, 06:43 AM IST
Tokyo Olympics 2020: পদকের আশা জিইয়ে তিরন্দাজির কোয়ার্টার ফাইনালে Deepika Kumari

নিজস্ব প্রতিবেদন: Tokyo Olympics 2020-এর কোয়ার্টার ফাইনালে উঠলেন ভারতীয় তিরন্দাজ দীপিকা কুমারী (Deepika Kumari)। রাশিয়ার Ksenia Perova-কে হারালেন তিনি। খেলার ফল ৬-৫। প্রথমে ৫-৫ ফলাফলে তাঁদের ম্যাচ ড্র হয়। এরপর শুট আউটে পেরোভা ৭ পয়েন্ট স্কোর করেন, সেখানে দীপিকা (Deepika Kumari) ১০ পয়েন্টে তির মেরে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেন। দীপিকার (Deepika Kumari) এই জয় ভারতের পদকের আশা জিইয়ে রেখেছে। 

এর আগে ভুটানের কার্মা ও আমেরিকার মুনিকো ফার্নান্দেজকে হারিয়ে তীরন্দাজি প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠেন দীপিকা কুমারী (Deepika Kumari)। কার্মাকে ৬-০ উড়িয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই রুদ্ধশ্বাস ম্যাচে দীপিকা ৬-৪ হারান মুনিকোকে। 

আরও পড়ুন: India vs Sri Lanka: দুরন্ত প্রত্যাবর্তনে ঘরের মাঠে টি-২০ সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা

আরও পড়ুন: East Bengal: চুক্তি জট কাটাতে এবার আইনজীবী নিয়োগ করল ইস্টবেঙ্গল

মুনিকার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই চলে দীপিকার। প্রথম সেটে ২৫-২৬ ব্যবধানে হেরে যাওয়া দীপিকা। দ্বিতীয় সেটে ২৮-২৫ জিতেই দুরন্ত কামব্যাক করেন। এরপর তৃতীয় সেটেও দীপিকা বাজিমাত করেন ২৭-২৫ ব্যবধানে। যদিও চতুর্থ সেটে এসে আবার মুনিকা ২৪-২৫ জিতে নেন। এই ব্যবধানেই পাঁচ নম্বর সেট জিতে দীপিকা পৌঁছে যান প্রি-কোয়ার্টারে।

.