অপূর্বীর নিখুঁত নিশানায় চতুর্থ সোনা এল ভারতের ঘরে

গ্লাসগো: কমনওয়েলথ গেমসে ভারতীয় শ্যুটারদের জয়যাত্রা অব্যাহত।

Updated By: Jul 26, 2014, 08:30 PM IST
অপূর্বীর নিখুঁত নিশানায় চতুর্থ সোনা এল ভারতের ঘরে

গ্লাসগো: গ্লাসগো গেমসে ভারতীয় শ্যুটারদের জয়যাত্রা অব্যাহত। শনিবার গেমসের তৃতীয় দিনে দেশকে চতুর্থ সোনার পদক এনে দিলেন রাজস্থানের শ্যুটার অপূর্বী চান্ডেলা। ১০ মিটার এয়ার রাইফেলে অভিনব বিন্দ্রা সোনা জিতেছিলেন, সেই বিভাগেই মেয়েরা বাজিমাত করলেন। ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিততেন অপূর্বী চান্ডেলা আর ওই ইভেন্টেই রুপো জিতলেন অয়নিকা পাল। শুটিংয়ে এই নিয়ে ভারত পাঁচটা পদক জিতল।

এর আগে শুটিংয়ে অল্পের জন্য আরও একটা সোনা হাতছাড়া হয় ভারতের। অভিনব বিন্দ্রার সোনার পর গেমসের তৃতীয় দিনের শুরুতেই ভারতকে রুপোর পদক এনে দিয়েছিলেন প্রকাশ নানজাপ্পা। ১০ মিটার এয়ার পিস্টলে খুব সামান্য ব্যবধানের জন্য সোনা জিততে পারলেন না নানজাপ্পা। এক বছর আগে গ্রানাডায় এক শুচটিং প্রতিযোগিতা চলাকালীন ফেসিয়াল প্যারালাইসিসে রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই প্রকাশ।

 শীর্ষে থেকে কোয়ালিফিকেশন রাউন্ড শেষ করেছিলেন প্রকাশ। তাই বেঙ্গালুরুর এই শুটারকে ঘিরে প্রত্যাশা ছিল চরমে। কিন্তু ফাইনালে প্রতিযোগিতার মাঝে একটি মারাত্মক ভুল করেন প্রকাশ। যার ফলে এক সময় এগিয়ে থেকেও রুপো পেয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে তাঁকে। ১৯৯.৫ পয়েন্ট পয়ে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার ড্যানিয়ে রেপাচোলি। প্রকাশের পয়েন্ট ১৯৮.২।

এ পর্যন্ত কে কে সোনা জিতেছেন--
প্রথম দিনে-সঞ্জিতা খুমুকচাম (ভারত্তোলনের ৪৮ কেজি বিভাগে)
দ্বিতীয় দিনে-অভিনব বিন্দ্রা (শ্যুটিংয়ের ১০ মিটার এয়ার পিস্তল), সুখেন দে (ভারত্তোলন ৫৬ কেজি)
তৃতীয় দিনে-অপূর্বী চান্ডেলা (শ্যুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল)

 

.