সুপ্রিম রায়ে বোর্ড সভাপতির পদ থেকে বরখাস্ত অনুরাগ ঠাকুর ও সচিব অজয় শিরকে

BCCI-লোধা মামলার রায় প্রকাশিত হল আজ। অনুরাগ ঠাকুরকে বোর্ড সভাপতি পদ থেকে বরখাস্ত করল সুপ্রিমকোর্ট। সচিব পদ থেকে বরখাস্ত হলেন অজয় শিরকেও। অনুরাগকে শোকজ করেছে শীর্ষ আদালত। জানতে চাওয়া হয়েছে কেন তাঁর বিরুদ্ধে মামলা করা হবে না?

Updated By: Jan 2, 2017, 12:04 PM IST
সুপ্রিম রায়ে বোর্ড সভাপতির পদ থেকে বরখাস্ত অনুরাগ ঠাকুর ও সচিব অজয় শিরকে

ওয়েব ডেস্ক: BCCI-লোধা মামলার ঐতিহাসিক রায় প্রকাশিত হল আজ। অনুরাগ ঠাকুরকে বোর্ড সভাপতি পদ থেকে বরখাস্ত করল সুপ্রিমকোর্ট। সচিব পদ থেকে বরখাস্ত হলেন অজয় শিরকেও। অনুরাগকে শোকজ করেছে শীর্ষ আদালত। জানতে চাওয়া হয়েছে কেন তাঁর বিরুদ্ধে মামলা করা হবে না?

আরও পড়ুন- টি-টোয়েন্টি টুর্নামেন্টে ঋদ্ধিকে অধিনায়ক চান সৌরভ, নারাজ সাহা

প্রসঙ্গত, তার বিরুদ্ধে আদালতে মিথ্যা হলফনামা দেওয়ার অভিযোগ এনেছিল লোধা কমিটি। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া বোর্ডের আভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করলে আইসিসি বোর্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানিয়েছিলেন অনুরাগ ঠাকুর। সুপ্রিম কোর্ট  জানিয়ে দেয় অনুরাগের এই বক্তব্য সঠিক ছিল না। তাই তাকে আদালতের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত । প্রধান বিচারপতি টি এস ঠাকুর বিসিসিআইকে সাত দিন সময় দিয়েছিলেন বিকল্প প্রশাসকের নাম জানানোর জন্য।

পড়ুন- আগামী বছরের শেষে দক্ষিণ আফ্রিকায় যাবে ভারতীয় দল  

.