গ্রেইজম্যানকে রেখে দিল অ্যাটলেটিকো মাদ্রিদ

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের টার্গেটে থাকা তারকা স্ট্রাইকার অ্যান্টনিও গ্রেইজম্যানকে রেখে দিল অ্যাটলেটিকো মাদ্রিদ। বেশ কিছুদিন ধরেই ফরাসি স্ট্রাইকারকে ওল্ড ট্র্যাফোর্ডে নিয়ে যেতে মরিয়া ছিলেন হোসে মোরিনহো। তবে ইপিএলের ক্লাবটির টোপ এড়িয়ে গ্রেউইজম্যানকে রেখে নিতে সমর্থ হল স্পেনের ক্লাবটি। নতুন চুক্তি অনুযায়ী দুহাজার বাইশ সাল পর্যন্ত অ্যাটলেটিকোয় থাকবেন গ্রেইজম্যান। সপ্তাহে প্রায় দু কোটি টাকা পেতে চলেছেন অ্যাটলেটিকোর হয়ে তিরাশি গোল করা এই স্ট্রাইকার। ফলে রোনাল্ডো,মেসি,নেইমারের পর গ্রেইজম্যানই হলেন লা লিগার সবচেয়ে দামী ফুটবলার। তবে নতুন চুক্তিতে দুহাজার বাইশের আগে অন্য ক্লাবেও যাওয়ার সুযোগ থাকছে গ্রেইজম্যানের সামনে। সেক্ষেত্রে সেই ক্লাবকে অষ্টআশি মিলিয়ান পাউন্ড দিতে হবে ফরাসি স্ট্রাইকারের জন্য। 

Updated By: Jun 13, 2017, 10:29 PM IST
 গ্রেইজম্যানকে রেখে দিল অ্যাটলেটিকো মাদ্রিদ

ব্যুরো: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের টার্গেটে থাকা তারকা স্ট্রাইকার অ্যান্টনিও গ্রেইজম্যানকে রেখে দিল অ্যাটলেটিকো মাদ্রিদ। বেশ কিছুদিন ধরেই ফরাসি স্ট্রাইকারকে ওল্ড ট্র্যাফোর্ডে নিয়ে যেতে মরিয়া ছিলেন হোসে মোরিনহো। তবে ইপিএলের ক্লাবটির টোপ এড়িয়ে গ্রেউইজম্যানকে রেখে নিতে সমর্থ হল স্পেনের ক্লাবটি। নতুন চুক্তি অনুযায়ী দুহাজার বাইশ সাল পর্যন্ত অ্যাটলেটিকোয় থাকবেন গ্রেইজম্যান। সপ্তাহে প্রায় দু কোটি টাকা পেতে চলেছেন অ্যাটলেটিকোর হয়ে তিরাশি গোল করা এই স্ট্রাইকার। ফলে রোনাল্ডো,মেসি,নেইমারের পর গ্রেইজম্যানই হলেন লা লিগার সবচেয়ে দামী ফুটবলার। তবে নতুন চুক্তিতে দুহাজার বাইশের আগে অন্য ক্লাবেও যাওয়ার সুযোগ থাকছে গ্রেইজম্যানের সামনে। সেক্ষেত্রে সেই ক্লাবকে অষ্টআশি মিলিয়ান পাউন্ড দিতে হবে ফরাসি স্ট্রাইকারের জন্য। 

.