নিজেদের দেশের সেরা ক্রিকেটারকেই তুলোধনা করলেন বাংলাদেশী সমর্থকরা

ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেছিলেন বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান।

Updated By: Aug 4, 2018, 01:43 PM IST
নিজেদের দেশের সেরা ক্রিকেটারকেই তুলোধনা করলেন বাংলাদেশী সমর্থকরা

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ক্রিকেট টিম এখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টি-২০ সিরিজ নিয়ে ব্যস্ত তারা। সিরিজের মাঝে দেশের অবস্থা নিয়ে অবশ্যই দুশ্চিন্তায় ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। ১৩ থেকে ১৫ বছরের প্রায় দশ হাজার ছাত্র-ছাত্রী সরকারের বিরুদ্ধে আন্দোলনে রাস্তায় নেমেছে। এই নিয়ে টানা ছ'দিনে পড়ল তাদের এই আন্দোলন। প্রবল গতিতে থাকা বাসার ধাক্কায় দুই ছাত্রের মৃত্যর পর থেকে ঢাকা শহর যেন থমকে গিয়েছে। দোষীদের শাস্তির দাবি তো ছিলই। সঙ্গে ঢাকার ট্রাফিকের অবস্থা পাল্টানো নিয়েও একাধিক দাবি রয়েছে ছাত্রদের। রিপোর্ট বলছে, গত কয়েকদিনে প্রায় ৩০০ গাড়ি জ্বালিয়ে দিয়েছে ছাত্ররা। 

আরও পড়ুন-  'বিরাটকে স্বপ্নে দেখছি', বলছেন ইংলিশ পেসার অ্যান্ডারসন

দেশের এমন উত্তাল অবস্থা। পরিস্থিতি দিনের পর দিন যেন সরকারের হাতের বাইরে চলে যাচ্ছে। এমন সময় ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেছিলেন বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান। কিন্তু আসরে নেমে শেষপর্যন্ত তাঁর জন্য সমস্যা বাড়ল। বাংলাদেশের ক্রিকেটের আইডল তিনি। গোটা দেশের যুবসমাজের কাছে শাকিব অনুপ্রেরণার অপর নাম। সেই শাকিবকেও ছেড়ে কথা বলল না বাংলাদেশের উত্তেজিত জনতা। শুক্রবার রাতের দিকে একটা ফেসবুক পোস্ট করেন শাকিব। দেশের সাম্প্রতিক টালমাটাল অবস্থা ও ছাত্রদের অবস্থান নিয়ে বেশ কয়েকটা কথা লেখেন তিনি। শাকিব ওই পোস্টে লেখেন, ''তোমাদের এমন উদ্যোগ ভাল। তোমাদের দাবি-দাওয়াগুলোর বেশিরভাগটাই হয়তো পূরণ করা হবে। দোষী ট্রান্সপোর্ট কোম্পানির রুট পার্মিট বাতিল করা হয়েছে। সেইসঙ্গে দোষীদের শাস্তি হবে বলেও সরকারা আশ্বাস দিয়েছে। পাঁচজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এরকম সময় তোমাদের ক্লাসে ফিরে যাওয়াটাই সব থেকে ভাল। আমি তোমাদের অনুরোধ করছি, তোমরা ক্লাসে ফিরে যাও। নিজেদের পড়াশোনায় মন দাও। মনে রেখো, তোমরা যা করবে সেটা দেশের ইতিহাসে লেখা থাকবে। তোমরা এখন ক্লাসে ফিরে গেলেই তোমাদের এই প্রতিবাদ মূল্য পাবে।''

আরও পড়ুন-  ইংল্যান্ড সফরের জন্য কেমনভাবে প্রস্তুত হয়েছিলেন বিরাট, জানালেন সচিন

কিছুদিন আগেই আওয়ামি লিগের এক নেতা দাবি করেছিলেন, শাকিব কিছুদিনের মধ্যেই রাজনীতিতে যোগ দেবেন। তার সেই কথার সূত্র ধরে বাংলাদেসী সমর্থকরা ধরেই নিয়েছেন, কয়েকদিনের মধ্যেই রাজনীতিতে নতুন ইনিংস শরু করবেন শাকিব। আর তাই দেশের এমন অবস্থার মাঝে শাকিবের এমন পোস্ট বাংলাদেশের জনতা ভালভাবে মেনে নেয়নি। একজন যেমন লিখলেন, ''প্রিয় শাকিব, বিশ্বের কাছে তুমি আমাদের দেশের ক্রিকেটের ব্র্যান্ড আম্বাসাডর। প্রধানমন্ত্রীর মিথ্যে আশ্বাসে সায় দিয়ে তুমি আমাদের হতাশা বাড়িও না।'' কেউ আবার লিখলেন, ''শাকিব তোমার ফেসবুক পেজ কি হ্যাক হয়েছে? যদি তেমন না হয়! তুমি যদি এই কথাগুলো স্বেচ্ছায় লিখে থাকো তা হলে মনে রেখো, আজই তুমি একজন শুভাকাঙ্ক্ষীকে হারালে। তোমার এমন কথা শুনে হতাশা বাড়ছে। ছিঃ! কেউ আবার এক পা এগিয়ে বললেন, ''এমপি হওয়ার লোভে তুমি নিজেকে বিকিয়ে দিয়েছো শাকিব!''

.