সেরেনো মুলুকে শিরোপা গ্রাফের দেশের সুন্দরী ফাইটার কের্বেরের

মহিলাদের টেনিসে নয়া মহাতারকার জন্ম। ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হয়ে মহিলাদের সিঙ্গলসে শীর্ষস্থানটা আরও পাকা করে ফেললেন জার্মানির অ্যাঞ্জেলিক কের্বের। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনের পর জিতলেন ইউএস ওপেনও। এ বছর উইম্বলডন, আর রিও অলিম্পিকে ফাইনালে উঠেছিলেন কের্বের। আর্থার অ্যাশ স্টেডিয়ামে শনিবার গভীর রাতে (ভারতীয় সময়) ফাইনালে কের্বের জিতলেন সেরেনাকে হারিয়ে ফাইনালে চেক প্রজাতন্ত্রের প্লিসকোভার বিরুদ্ধে। ম্যাচের ফল ৬-৩, ৪-৬,৬-৪।

Updated By: Sep 11, 2016, 10:08 AM IST
সেরেনো মুলুকে শিরোপা গ্রাফের দেশের সুন্দরী ফাইটার কের্বেরের

ওয়েব ডেস্ক: মহিলাদের টেনিসে নয়া মহাতারকার জন্ম। ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হয়ে মহিলাদের সিঙ্গলসে শীর্ষস্থানটা আরও পাকা করে ফেললেন জার্মানির অ্যাঞ্জেলিক কের্বের। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনের পর জিতলেন ইউএস ওপেনও। এ বছর উইম্বলডন, আর রিও অলিম্পিকে ফাইনালে উঠেছিলেন কের্বের। আর্থার অ্যাশ স্টেডিয়ামে শনিবার গভীর রাতে (ভারতীয় সময়) ফাইনালে কের্বের জিতলেন সেরেনাকে হারিয়ে ফাইনালে চেক প্রজাতন্ত্রের প্লিসকোভার বিরুদ্ধে। ম্যাচের ফল ৬-৩, ৪-৬,৬-৪।

আরও পড়ুন- VIDEO - তে দেখুন কোন জাম্পে রিওতে সোনা জিতলেন মারিয়াপ্পন

এবারের ইউএস ওপেনে একেবারে পিকচার পারফেক্ট টেনিস খেলেছেন জার্মানির ২৮ বছরের সুন্দরী কের্বের। তবে ফাইনালে দ্বিতীয় সেটে হারের পর সুন্দরী কের্বেরকে দেখা গেল সেই জার্মান ফাইটারের ভূমিকায়। কের্বের বোঝালেন তাঁর দেশের কিংবদন্তি গ্রাফকে ছাপিয়ে যেতে সেরেনা এবার স্পেশাল কিছু করতে হবে। কারণ সব ধরনের কোর্টের নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন কের্বের।

এদিকে, আজ পুরুষদের ফাইনালে মুখোমুখি নোভাক জকোভিচ ও স্ট্যানলাস ওয়ারিঙ্কা।  

.