জিতলেও রেটিং পড়ল আনন্দের
বিশ্বচ্যাম্পিয়ন হয়ওয়ার পর শনিবার রাতে দেশে ফিরলেন বিশ্বনাথন আনন্দ। চেন্নাই বিমান বন্দরে তাঁকে বরণ করার জন্য উপস্থিত ছিলেন অসংখ্য মানুষ। উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। উপস্থিত ছিলেন তামিলনাড়ু দাবা অ্যাসোসিয়েশনের কর্তারা। হওয়া সত্ত্বেও রেটিং কমল বিশ্বনাথন আনন্দের।
বিশ্বচ্যাম্পিয়ন হয়ওয়ার পর শনিবার রাতে দেশে ফিরলেন বিশ্বনাথন আনন্দ। চেন্নাই বিমান বন্দরে তাঁকে বরণ করার জন্য উপস্থিত ছিলেন অসংখ্য মানুষ। উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। উপস্থিত ছিলেন তামিলনাড়ু দাবা অ্যাসোসিয়েশনের কর্তারা। হওয়া সত্ত্বেও রেটিং কমল বিশ্বনাথন আনন্দের।
মস্কোতে বিশ্বচ্যাম্পিয়নশিপে টাইব্রেকে গেলফাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন হন আনন্দ। আর এর ফলে রেটিংয়ে এগারো পয়েন্ট হারান আনন্দ। রেটিং তালিকায় এই মূহুর্তে আনন্দের পয়েন্ট ২,৭৮০। দাবাড়ুদের বিশ্ব ক্রমতালিকায় চার থেকে ছয় নম্বরে নেমে গেলেন তিনি। উল্টোদিকে গেলফাঁ ১১ পয়েন্ট পেয়ে ১৭ নম্বরে উঠে এলেন। এদিকে পঞ্চমবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় আনন্দকে পুরস্কার হিসাবে ২ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার।