কুস্তিতেও ব্যর্থ ভারত: ছিটকে গেলেন অমিত

অলিম্পিকে কুস্তির ৫৫ কেজির ফ্রিস্টাইলের কোয়ার্টার ফাইনালে উঠেও পদক জিততে ব্যর্থ হলেন অমিত কুমার। কোয়ার্টার ফাইনালে হারলেও রেপেশাজে খেলার সুযোগ পান অমিত। কিন্তু রেপেশাজের প্রথম ম্যাচেই বুলগেরিয়ার রাডোশ্লাভের কাছে হেরে ব্রোঞ্জের লড়াই থেকে ছিটকে যান অমিত।

Updated By: Aug 11, 2012, 01:47 PM IST

অলিম্পিকে কুস্তির ৫৫ কেজির ফ্রিস্টাইলের কোয়ার্টার ফাইনালে উঠেও পদক জিততে ব্যর্থ হলেন অমিত কুমার। কোয়ার্টার ফাইনালে হারলেও রেপেশাজে খেলার সুযোগ পান অমিত। কিন্তু রেপেশাজের প্রথম ম্যাচেই বুলগেরিয়ার রাডোশ্লাভের কাছে হেরে ব্রোঞ্জের লড়াই থেকে ছিটকে যান অমিত।
২০০৮ সালে কুস্তিতেই পদক এসেছিল ভারতে। কিন্তু এবারে ব্যর্থতা অব্যাহত। অপরদিকে ৭৪ কেজি বিভাগে প্রি-কোয়ার্টার ফাইনালেই হেরে বিদায় নিয়েছেন নরসিং পঞ্চম যাদব। এদিন প্রিকোয়ার্টার ফাইনালে অমিত কুমার ইরানের হাসান রাহিমীকে হারিয়ে শেষ আটে পৌঁছে পদক জয়ের সম্ভাবনা কিছুটা উজ্জ্বল করেছিলেন। কিন্তু কোয়ার্টার ফাইনালে জর্জজিয়ার ভ্লাদিমির কাছে ১-৩ ফলে হেরে যান এই ভারতীয় বক্সার। তা সত্ত্বেও রেপেশাজে খেলার সুযোগ পাওয়ায় ব্রোঞ্জের লড়াইয়ে নামতে পেরছিলেন অমিত। কিন্তু রেপেশাজের প্রথম ম্যাচেই বুলগেরিয়ার রাডোশ্লাভের কাছে শূণ্য-তিন পয়েন্টে হেরে ব্রোঞ্জের লড়াই থেকে ছিটকে যান অমিত।

.