Afghanistan Cricket: রাজনৈতিক অস্থিরতার মধ্যেই রশিদরা ভারতে খেলতে আসছেন!

তালিবানিরা বরাবরই ক্রিকেটের সমর্থনে। 

Updated By: Sep 2, 2021, 04:47 PM IST
Afghanistan Cricket: রাজনৈতিক অস্থিরতার মধ্যেই রশিদরা ভারতে খেলতে আসছেন!

নিজস্ব প্রতিবেদন: আফাগানিস্তানে পাকাপাকিভাবে ক্ষমতা কায়েমের করে ফেলেছে তালিবান। এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে রশিদ খানদের ক্রিকেট ভবিষ্যত কী হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু রশিদদের বোর্ড জানিয়ে দিয়েছে যে, তালিবানিরা বরাবরই ক্রিকেটের সমর্থনে। ফলে ক্রিকেটে তারা কোনও হস্তক্ষেপ করবে না। আফগান ক্রিকেট বোর্ডের সিইও  হামিদ শিনওয়ারি বলছেন যে, রশিদরা অস্ট্রেলিয়ার পর ভারতেও টেস্ট খেলতে আসবে।

আরও পড়ুন: India vs England 4th Test Match: কেন হাতে কালো ব্যান্ড বেঁধে খেলছেন বিরাটরা?

শিনওয়ারি বলেন,"তালিবান সরকার ক্রিকেট সমর্থন করে এসেছে। সূচি অনুযায়ী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলা হবে। ২০২২ সালের মার্চের মধ্যে আমরা ভারতের বিরুদ্ধে টেস্ট খেলব।" আফগানিস্তানে মহিলা ক্রিকেট পুরোপুরি বন্ধই। তালিবান আতঙ্কে মহিলাদের অনেকেই দেশ ছাড়া।  ফলে সেদেশে মহিলাদের ক্রিকেট কী হবে তা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তালিবানের সাংস্কৃতিক কমিশনের ডেপুটি প্রধান আহমাদ্দুল্লা ওয়াশিক জানান, আফগানিস্তানের সঙ্গে অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ সূচি অনুযায়ীই চলবে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.