আইপিএল নাইনের অধিনায়ক ও তারকা খেলোয়াড়রা

Updated By: Apr 5, 2016, 05:54 PM IST
আইপিএল নাইনের অধিনায়ক ও তারকা খেলোয়াড়রা

শুক্রবার থেকে শুরু হচ্ছে আইপিএল নাইন। জমিয়ে খেলা দেখতে বসার আগে এক ঝলকে জেনে নিন এবারের আইপিএলের আটটা দল এক নজরে কিছু তথ্য--

দিল্লি ডেয়ারডেভিলস- অধিনায়ক- জাহির খান। মেন্টর-রাহুল দ্রাবিড়। তারকা খেলোয়াড়রা-কার্লোস ব্রেথওয়েট, জেপি ডুমিনি, ডি কক, ইমরান তাহির, অমিত মিশ্র,মহম্মদ সামি, ক্রিস মরিস। নজরকাড়া ঘরোয়া ক্রিকেটার- সঞ্জু স্যামসন, মায়াঙ্ক আগরওয়াল।
অতীতের পারফরম্যান্স- কাপ জেতা তো দূরে থাক একবার ফাইনালে ওঠেনি।

গুজরাট লায়ন্স-অধিনায়ক-সুরেশ রায়না। কোচ-ব্র্যাড হজ।  মালিক- ইনটেক্স টেকনোলজিস। তারকা খেলোয়াড়রা--ডয়েন ব্রাভো, জেমস ফকনার, ডেল স্টেইন, অ্যারন ফিঞ্চ, রবীন্দ্র জাদেজা, ব্র্যানডন ম্যাককুলাম, অমিত মিশ্র।
অতীতের পারফরম্যান্স-প্রথমবার আইপিএলে খেলছে।

কলকাতা নাইট রাইডার্স-অধিনায়ক-গৌতম গম্ভীর, কোচ-ট্রেভর বেলিস। মালিক-নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড (শাহরুখ খান)। তারকা খেলোয়াড়রা-জন হেস্টিংস, মর্নি মর্কেল, কলিন মুনরো, সাকিব আল হাসান, সুনীল নারিন,আন্দ্রে রাসেল,মনীশ পান্ডে।
অতীতের পারফরম্যান্স-২০১২ ও ২০১৪ সালের আইপিএল চ্যাম্পিয়ন।

কিংস ইলেভেন পঞ্জাব-অধিনায়ক-ডেভিড মিলার। কোচ-সঞ্জয় বাঙ্গার। মালকিন-প্রীতি জিন্টা। তারকা খেলোয়াড়রা- গ্লেন ম্যাক্সওয়েল, কেইল অ্যাবট, মিচেল জনসন, শন মার্শ, মুরলী বিজয়।
অতীতের পারফরম্যান্স-২০১৪ আইপিএলের ফাইনালিস্ট।

মুম্বই ইন্ডিয়ন্স- অধিনায়ক- রোহিত শর্মা, কোচ-রিকি পন্টিং। তারকা খেলোয়াড়রা-কোরে অ্যান্ডারসন, জস বাটলার, লাসিথ মালিঙ্গা, কায়রন পোলার্ড, লেন্ডল সিমন্স। এ ছাড়াও যারা-হার্দিক পান্ডে, উন্মুক্ত চাঁদ,পার্থিব প্যাটেল,টিম সাউদি।

অতীতের পারফরম্যান্স-গতবার ও ২০১৩ সালের চ্যাম্পিয়ন।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-অধিনায়ক- বিরাট কোহলি, কোচ-ড্যানিয়েল ভিট্টোরি। তারকা খেলোয়াড়রা-এবি ডেভিলিয়ার্স, ক্রিস গেইল, স্যামুয়েল বদ্রি, শেন ওয়াটসন, মিচেল স্টার্ক। এ ছাড়াও যারা- স্টুয়ার্ট বিনি, বরুন অ্যারন, কেদার যাদব,মনদীপ সিং, অ্যাডম মিলনে।
অতীতের পারফরম্যান্স-কাপ না জিতলেও দু বারের রানার্স আপ।

রাইজিং পুণে সুপারজায়ন্টস-অধিনায়ক-মহেন্দ্র সিং ধোনি, কোচ-স্টিফেন ফ্লেমিং। তারকা খেলোয়াড়রা-স্টিভ স্মিথ, আর অশ্বিন, দু প্লেসিস, মিচেল মার্শ, অ্যালবি মর্কেল,অ্যাডাম জাম্পা। এ ছাড়াও যারা- ইশান্ত শর্মা, ইরফাম পাঠান, অশোক দিন্দা।

সান রাইজার্স হায়দরাবাদ--অধিনায়ক-ডেভিড ওয়ার্নার, কোচ-টম মুডি। তারকা খেলোয়াড়রা-যুবরাজ সিং, শিখর ধাওয়ান, ইয়ন মর্গ্যান, আশীষ নেহরা, মুস্তাফিজুর রহমান, কেন উইলিয়াম, ভূবনেশ্বর কুমার

 

.