অস্ট্রেলিয়া সফরের আগে পরিণত বাংলার মনোজ তেওয়ারি

দ্বিতীয় অস্ট্রেলিয়া সফরের আগে অনেকটাই পরিণত বাংলার মনোজ তেওয়ারি। বৃহস্পতিবার থেকে নিজের কোচ মানবেন্দ্র ঘোষের তত্ত্বাবধানে শুরু করলেন অনুশীলন।

Updated By: Jan 19, 2012, 07:30 PM IST

দ্বিতীয় অস্ট্রেলিয়া সফরের আগে অনেকটাই পরিণত বাংলার মনোজ তেওয়ারি। বৃহস্পতিবার থেকে নিজের কোচ মানবেন্দ্র ঘোষের তত্ত্বাবধানে শুরু করলেন অনুশীলন। মনোজের লক্ষ্য একদিনের ক্রিকেটে নিজের জায়গা পাকা করা। আর তার জন্য ব্যাটিংয়ের পাশাপাশি নিজেকে পুরোদস্তুর অলরাউন্ডার হিসাবে তুলে ধরতে মরিয়া তিনি। ক্রিকেট কেরিয়ার শুরু একজন স্পিন বোলার হিসেবে। তারপর আস্তে আস্তে নিজেকে ব্যাটসম্যান হিসেবে প্রস্তুত করলেও মনোজের লক্ষ্য একজন কমপ্লিট ক্রিকেটার হিসেবে ভারতীয় দলের সদস্য হওয়া।
 
অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজে ম্যানেজার হিসেবে সিএবি যুগ্মসচিব বিশ্বরূপ দে যাওয়ায় খুশি মনোজ। এতে বিদেশের মাটিতে ঘরোয়া পরিবেশ পাওয়া যাবে বলে মনে করেন তিনি। গতবছর এমার্জিং ট্রফি খেলতে যাওয়ার সময় ভারতীয় দলের ম্যানেজার ছিলেন গৌতম দাশগুপ্ত। সেই টুর্নামেন্টে সর্বোচ্চ স্কোর করেন মনোজ। আর এবারও ভারতীয় দলের ম্যানেজার হিসেবে বাংলার প্রতিনিধি থাকায় সুবিধা হবে তাঁর, দাবি মনোজ তেওয়ারির।

Tags:
.