স্পট ফিক্সিং নিয়ে বোর্ডকে তোপ ক্রীড়ামন্ত্রীর
বছর কয়েক আগে আইপিএল-এর টিম মালিকানা সংক্রান্ত কেলেঙ্কারির সময়ই ভারতীয় ক্রিকেটের যাবতীয় কার্যকলাপকে ক্রীড়ামন্ত্রকের নজরদারিতে আনার জন্য তত্পর হয়েছিলেন আজয় মাকেন। এবার আইপিএল-এ স্পট ফিক্সিং কেলেঙ্কারিকে হাতিয়ার করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-কে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী।
বছর কয়েক আগে আইপিএল-এর টিম মালিকানা সংক্রান্ত কেলেঙ্কারির সময়ই ভারতীয় ক্রিকেটের যাবতীয় কার্যকলাপকে ক্রীড়ামন্ত্রকের নজরদারিতে আনার জন্য তত্পর হয়েছিলেন আজয় মাকেন। এবার আইপিএল-এ স্পট ফিক্সিং কেলেঙ্কারিকে হাতিয়ার করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-কে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী।
স্পট ফিক্সিংয়ের তদন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডকেই করতে হবে। জানিয়ে দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন। তিনি বলেন তৃণমূল স্তর থেকে এই তদন্ত শুরু করা উচিত। মাকেন এদিন বিসিসিআই`কে একহাত নিয়ে প্রস্তাবিত ক্রীড়া বিলের যৌক্তিকতা তুলে ধরে বলেন, দুর্নীতি মুক্ত হয়ে স্বচ্ছভাবে প্রশাসন চালানোর জন্য রাইট টু ইনফরমেশন অ্যাক্টের আওতায় তাদের আসা উচিত। আরটিআই আইনের আওতায় আনা উচিত আইপিএল ফ্র্যাঞ্চাইজিদেরও। সেই সঙ্গে তাঁর মন্তব্য, শুধু পাঁচ ক্রিকেটারকে সাসপেন্ড করেই দায় এড়ানো যাবে না। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে সমস্যার শিকড়ে পৌঁছতে হবে বিসিসিআইকে। আইপিএল নিরঙ্কুশ ভাবে বোর্ডের নিয়ন্ত্রণে থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন ক্রীড়ামন্ত্রী।
অন্যদিকে এদিন আইপিএল স্পষ্ট ফিক্সিং নিয়ে উত্তাপ ছড়ায় সংসদে। লোকসভার জিরো আওয়ারে আইপিএল-গড়াপেটার প্রসঙ্গটি উত্থাপন করে প্রাক্তন টেস্ট ক্রিকেটার তথা বিজেপি সাংসদ কীর্তি আজাদ, স্পট ফিক্সিং-এর বিষয়টি নিয়ে দিল্লি পুলিশের তদন্ত এবং বিশেষ অডিটের দাবি করেন। যদিও কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী পবল কুমার বনশল বলেন, নিয়ম অনুযায়ী প্রথমে বিষয়টি নিয়ে তদন্ত করবে বিসিসিআই।