ক্রিকেটকে বিদায় জানালেন 'ক্যারাম বল' মিস্ট্রি স্পিনার অজন্তা মেন্ডিস

ক্রিকেটের তিন ফরম্যাটে ৬ উইকেট নেওয়ার এই নজির এখনও শুধুই তাঁর নামের পাশে।

Updated By: Aug 29, 2019, 09:05 AM IST
ক্রিকেটকে বিদায় জানালেন 'ক্যারাম বল' মিস্ট্রি স্পিনার অজন্তা মেন্ডিস

নিজস্ব প্রতিবেদন: আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই 'ক্যারাম বল'-এর ক্যারিশমায় বিশ্ব ক্রিকেটেকে চমকে দিয়েছিলেন লঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিস। ২০১৫ সালের ডিসেম্বরের পর থেকে আর শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি তিনি। সেই ৩৪ বছর বয়সী মিস্ট্রি স্পিনার এবার সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন। 

বিশ্ব ক্রিকেটে অজন্তা মেন্ডিস নিজের জাত চিনিয়েছিলেন ২০০৮ সালে এশিয়া কাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে। ১৩ রানে ৬ উইকেট নিয়ে সেদিন চমক দিয়েছিলেন মিস্ট্রি স্পিনার। একদিনের ক্রিকেটে মাত্র ১৯ ম্যাচ খেলে ৫০ উইকেট তুলে নেন মেন্ডিস। ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড এখনও তাঁর নামের পাশেই। শুধু মাত্র ওয়ান ডে বা টেস্ট নয়। টি-টোয়েন্টি ক্রিকেটেও ৬ উইকেট নেওয়ার অনন্য নজির রয়েছে তাঁর। বিশ্বের একমাত্র বোলার মেন্ডিস, যাঁর টেস্ট, টি-টোয়েন্টি এবং একদিনের ক্রিকেটে ৬টি উইকেট নেওয়ার নজির রয়েছে। ক্রিকেটের তিন ফরম্যাটে ৬ উইকেট নেওয়ার এই নজির এখনও শুধুই তাঁর নামের পাশে।

 

আন্তর্জাতিক কেরিয়ারে ১৯ টেস্টে ৭০টি উইকেট নিয়েছেন মেন্ডিস। ৮৭ টি একদিনের ম্যাচে ১৫২ উইকেট এবং ৩৯টি টি-টোয়েন্টি ম্যাচে ৬৬টি উইকেট নেন মেন্ডিস। কেরিয়ারের তুঙ্গ ফর্মে থাকার সময় অনেক তাবড় ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন অজন্তা মেন্ডিস।     

আরও পড়ুন - এশিয়ার সেরা মহিলা ক্রীড়াবিদ হলেন বক্সার মেরি কম

.