আইজলের কাছেও হার লাল-হলুদের, শতবর্ষে অবনমনের শঙ্কা ইস্টবেঙ্গলে
১০ ম্যাচে ১১ পয়েন্টে দাঁড়িয়ে কোলাডোরা।
নিজস্ব প্রতিবেদন: নামতে নামতে না এবার সবার নীচে চলে যায় ইস্টবেঙ্গল! হার, গোল মিস, পয়েন্ট নষ্ট শব্দগুলো যেন সমার্থক হয়ে গেছে লাল-হলুদ দলটার সঙ্গে। এবার কল্যাণীতে লিগের ১০ নম্বরে থাকা আইজলের কাছে ১-০ গোলে হেরে গেল ইস্টবেঙ্গল। যে হারে দল হারছে তাতে শতবর্ষের বছরে অবনমনের লজ্জা না লাগে মশালে!
আইজলের বিরুদ্ধে ক্রেস্পি মার্তিকে ১৮ জনের দলে না রেখেই দল সাজিয়েছিলেন মারিও। লেফট ব্যাকে খেলানো হয় আভাস থাপাকে। আপফ্রন্টে কোলাডোর সঙ্গী হন ক্রোমা। ম্যাচের শুরু থেকেই বিরক্তিকর ফুটবল খেলতে থাকেন কোলাডো-ডিকা-ক্রোমারা। সবেধন নীলমনি হুয়ান মেরার পারফরম্যান্স গ্রাফও ক্রমশ নীচে নামতে থাকছে। একা লড়াই চালালেন ব্রেন্ডন। বাকিদের পারফরম্যান্স যত কম বলা যায় ততই ভালো।
দ্বিতীয়ার্ধে ডিকাকে তুলে পিন্টুকে নামান মারিও। তাতেও লাভের লাভ কিছু হয়নি। ৭৬ মিনিটে আইজলের হয়ে জয়সূচক গোল করেন পরিবর্ত হিসাবে নামা আর্জেন্টাইন ফুটবলার মাতিয়াস ভেরন। হারের ফলে আট নম্বরে নেমে গেল ইস্টবেঙ্গল। ১০ ম্যাচে ১১ পয়েন্টে দাঁড়িয়ে কোলাডোরা। অবনমনের আওতায় শতবর্ষের ইস্টবেঙ্গল। দল নিয়ে প্রায় প্রতি সপ্তাহেই মিটিং, সিটিং করছে কোয়েস। এ ইস্টবেঙ্গলে সব হচ্ছে, শুধু ফুটবলটাই হচ্ছে না।
আরও পড়ুন- জয় বাংলা! রনজি ট্রফির হাড্ডাহাড্ডি ম্যাচে রাজস্থানকে হারালেন অভিমন্যুরা