মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন মানল ফেডারেশন, শিলমোহর আগামী সপ্তাহে

প্রাণঘাতী ভাইরাসের প্রকোপে আই লিগ বন্ধ হওয়ার আগেই খেতাব নিশ্চিত করে ফেলেছিল মোহনবাগান।

Updated By: Apr 18, 2020, 08:11 PM IST
মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন মানল ফেডারেশন, শিলমোহর আগামী সপ্তাহে

নিজস্ব প্রতিবেদন : করোনার ধাক্কায় চলতি মরসুমে ভারতীয় ফুটবলে আর কোনও ফুটবল ম্যাচ হচ্ছে না। চলতি মরশুমে ইতি টেনে দেওয়ার জন্য এআইএফএফ—এর কার্যকরী কমিটির কাছে প্রস্তাব পাঠালো লিগ কমিটি। একই সঙ্গে মোহনবাগানকেও চ্যাম্পিয়ন ঘোষণা করে দেওয়ার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। শনিবার ভিডিও কনফারেন্সিং—এর মাধ্যমে বৈঠকে বসেছিলেন লিগ কমিটির কর্তারা। সেখানে করোনার কারণে থমকে থাকা লিগগুলোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। বৈঠকে কমিটির সব সদস্যই মেনে নেন যে চলতি মৌসুমে আর কোনও ম্যাচ হওয়া সম্ভব নয়। তাই লিগ কমিটি ফেডারেশনের কার্যকরী কমিটির কাছে মরশুম শেষ করে দেওয়ার জন্য প্রস্তাব পাঠিয়েছে। 

আরও পড়ুন— ভবিষ্যত্ অন্ধকার, দেউলিয়া হয়ে যেতে পারে বাংলাদেশ, পাকিস্তানের ক্রিকেট বোর্ড!

প্রাণঘাতী ভাইরাসের প্রকোপে আই লিগ বন্ধ হওয়ার আগেই খেতাব নিশ্চিত করে ফেলেছিল মোহনবাগান। ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট পেয়ে সবার ধরা—ছোঁয়ার বাইরে চলে গিয়েছিল মোহনবাগান। তাই আই লিগ চ্যাম্পিয়ন হিসেবে মোহনবাগানের নাম ঘোষণা করারও প্রস্তাব দেওয়া হয়েছে কার্যকরী কমিটির কাছে। চ্যাম্পিয়ন দল বাদ দিয়ে আই লিগের বাকি পুরস্কার মূল্য অর্থাৎ এক কোটি ২৫ লক্ষ টাকা দশটা দলের মধ্যে ভাগ করে দিতে বলা হয়েছে। চলতি মরসুমে কোনও দলের অবনমন হচ্ছে না। আগামী সপ্তাহে বৈঠকে বসবে এআইএফএফ কার্যকরী কমিটি। সেখানেই শিলমোহর পড়তে পারে লিগ কমিটির প্রস্তাবের উপর ভিত্তি করে।

.