নতুন নামে AFC কাপ খেলতে পারবে মোহনবাগান; জানাল ফেডারেশন
মোহনবাগানের আই লিগ চ্যাম্পিয়ন হওয়াতে সরকারি সিলমোহর পড়লেও এখনই হাতে ট্রফি পাবে না মোহনবাগান
নিজস্ব প্রতিবেদন: এটিকে-মোহনবাগান এই নতুন নামেই আগামী মরশুমে এএফসি কাপ খেলার ক্ষেত্রে কোনও বাধা রইল না । বুধবার সাফ জানিয়ে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। এটিকে-র সঙ্গে গাঁটছড়া বাঁধার জন্য নতুন মরশুমে আইএসএল খেলবে মোহনবাগান। সেক্ষেত্রে চলতি বছরের আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান এই নতুন নামে এএফসি কাপ খেলতে পারবে কিনা এই নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল।
ফেডারেশন কিন্তু জানিয়ে দেয়, "এবার আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান। সেই সুবাদে এএফসি কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে সবুজ মেরুন। এশিয়া পর্যায়ে এটা মোহনবাগানেরই কোটা। " পাশাপাশি মোহনবাগানের আই লিগ চ্যাম্পিয়ন হওয়াতে সরকারি সিলমোহর পড়লেও এখনই হাতে ট্রফি পাবে না মোহনবাগান। এআইএফএফ জানিয়েছে যে , করোনা ভাইরাসের জন্য পরিস্থিতি বেশ জটিল। তাই এই মুহুর্তে আই লিগ ট্রফি আর পুরস্কার মূল্যের অর্থ মোহনবাগানের হাতে তুলে দেওয়া যাবে না। কবে দেওয়া হবে, তা পরে জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন - অনুষ্কাই অনুপ্রেরণা! স্ত্রীকে দেখে ধৈর্যশীল হতে শিখেছেন কিং কোহলি