ফের শুরু হচ্ছে ভারত-পাক সিরিজ! ঘোষণা ভোটর পর?

আবার শুরু হতে চলেছে ভারত -পাকিস্তান ক্রিকেট সিরিজ? সবুজসঙ্কেত পাওয়ার জন্য এখন বিসিসিআইয়ের দিকে তাকিয়ে পিসিবি। দুবাইয়ে আইসিসির এক্সিকিউটিভ বোর্ড মিটিংয়ে বিসিসিআইয়ের কর্তাদের কাছে প্রস্তাব রাখেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। ছিলেন পাক বোর্ডের আরও কয়েকজন কর্তা। দুই দেশের সিরিজের প্রস্তাবে খুশি বিসিসিআই।

Updated By: Apr 12, 2014, 05:36 PM IST

আবার শুরু হতে চলেছে ভারত -পাকিস্তান ক্রিকেট সিরিজ? সবুজসঙ্কেত পাওয়ার জন্য এখন বিসিসিআইয়ের দিকে তাকিয়ে পিসিবি। দুবাইয়ে আইসিসির এক্সিকিউটিভ বোর্ড মিটিংয়ে বিসিসিআইয়ের কর্তাদের কাছে প্রস্তাব রাখেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। ছিলেন পাক বোর্ডের আরও কয়েকজন কর্তা। দুই দেশের সিরিজের প্রস্তাবে খুশি বিসিসিআই। আগ্রহীও তাঁরা। কিন্তু ভারত-পাক সিরিজ পুনরায় চালু করার জন্য পিসিবির কাছে এক সপ্তাহ সময় নিয়েছে বিসিসিআই। কারন দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জটিলতা কাটিয়েই সাবধানে পা ফেলতে চায় ভারতীয় বোর্ড। আট বছর টানা এই ভারত-পাকিস্তান সিরিজ আয়োজন করতে চায় দুই বোর্ডই। দুই বোর্ডের আলোচনায় প্রাথমিক পরিকল্পনা তাই হয়েছে।

.