বিশ্বকাপের পর একবছরে ঠাসা সূচি টিম ইন্ডিয়ার

আসন্ন মরশুমে ঘরের মাঠে ৫টি টেস্ট, ৯টি ওয়ান ডে ও ১২টি  টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া৷

Updated By: Jul 18, 2019, 01:51 PM IST
বিশ্বকাপের পর একবছরে ঠাসা সূচি টিম ইন্ডিয়ার

নিজস্ব প্রতিবেদন :  বিশ্বকাপ শেষ। বিশ্বকাপের পর বিশ্রামের সুযোগ নেই ভারতীয় ক্রিকেট দলের। তেসরা অগাস্ট থেকে তেসরা সেপ্টেম্বর ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর। ক্যারিবিয়ান সফর শেষে দেশে ফিরে ঘরের মাঠে পর পর বেশ কয়েকটি দ্বি-পাক্ষিক সিরিজ খেলবে ভারত৷ আসন্ন মরশুমে ঘরের মাঠে ৫টি টেস্ট, ৯টি ওয়ান ডে ও ১২টি  টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া৷ তারপর ২০২০ সালে নিউ জিল্যান্ড সফরে উড়ে যাবে ভারতীয় ক্রিকেট দল।  

 

একনজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপ পরবর্তী ২০১৯-২০ মরশুমে টিম ইন্ডিয়ার সূচি  

# ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর ২০১৯ (৩টি টি-টোয়েন্টি, ৩টি ওয়ান ডে, ২টি টেস্ট)
৩ অগাস্ট : প্রথম টি-টোয়েন্টি (ফ্লোরিডা)
৪ অগাস্ট : দ্বিতীয় টি-টোয়েন্টি (ফ্লারিডা)
৬ অগাস্ট : তৃতীয় টি-টোয়েন্টি (গায়ানা)
৮ অগাস্ট : প্রথম ওয়ান ডে (গায়ানা)
১১ অগাস্ট : দ্বিতীয় ওয়ান ডে (ত্রিনিদাদ)
১৪ অগাস্ট : তৃতীয় ওয়ান ডে (ত্রিনিদাদ)
২২-২৬ অগাস্ট  : প্রথম টেস্ট (অ্যান্টিগা)
৩০ অগাস্ট-৩সেপ্টেম্বর : দ্বিতীয় টেস্ট (জামাইকা)

# দক্ষিণ আফ্রিকার ভারত সফর ২০১৯ (৩টি টি-টোয়েন্টি, ৩টি টেস্ট)
১৫ সেপ্টেম্বর : প্রথম টি-টোয়েন্টি (ধরমশালা)
১৮ সেপ্টেম্বর : দ্বিতীয় টি-টোয়েন্টি (মোহালি)
২২ সেপ্টেম্বর : তৃতীয় টি-টোয়েন্টি (বেঙ্গালুরু)
২-৬ অক্টোবর : প্রথম টেস্ট (ভাইজাগ)
১০-১৪ অক্টোবর : দ্বিতীয় টেস্ট (রাঁচি)
১৯-২৩ অক্টোবর: তৃতীয় টেস্ট (পুণে)

# বাংলাদেশের ভারত সফর ২০১৯ (৩টি টি-টোয়েন্টি, ২টি টেস্ট)
৩ নভেম্বর : প্রথম টি-টোয়েন্টি (নয়াদিল্লি)
৭ নভেম্বর : দ্বিতীয় টি-টোয়েন্টি (রাজকোট)
১০ নভেম্বর : তৃতীয় টি-টোয়েন্টি (নাগপুর)
১৪-১৮ নভেম্বর : প্রথম টেস্ট (ইন্দোর)
২২-২৬ নভেম্বর : দ্বিতীয় টেস্ট (কলকাতা)

# ওয়েস্ট ইন্ডিজের ভারত সফর ২০১৯ (৩টি টি-টোয়েন্টি, ৩টি ওয়ান ডে)
৬ ডিসেম্বর : প্রথম টি-টোয়েন্টি (মুম্বই)
৮ ডিসেম্বর : দ্বিতীয় টি-টোয়েন্টি (তিরুবনন্তপুরম)
১১ ডিসেম্বর : তৃতীয় টি-টোয়েন্টি (হায়দরাবাদ)
১৫ ডিসেম্বর : প্রথম ওয়ান ডে (চেন্নাই)
১৮ ডিসেম্বর : দ্বিতীয় ওয়ান ডে (ভাইজাগ)
২২ ডিসেম্বর : তৃতীয় ওয়ান ডে (কটক)

 # জিম্বাবোয়ের ভারত সফর ২০২০ (৩টি টি-টোয়েন্টি)
৫ জানুয়ারি : প্রথম টি-টোয়েন্টি (গুয়াহাটি)
৭ জানুয়ারি : দ্বিতীয় টি-টোয়েন্টি (ইন্দোর)
১০ জানুয়ারি : তৃতীয় টি-টোয়েন্টি (পুণে)

# অস্ট্রেলিয়ার ভারত সফর ২০২০ (৩টি ওয়ান ডে)
১৪ জানুয়ারি: প্রথম ওয়ান ডে (মুম্বই)
১৭ জানুয়ারি: দ্বিতীয় ওয়ান ডে (রাজকোট)
১৯ জানুয়ারি: তৃতীয় ওয়ান ডে (বেঙ্গালুরু)

# ভারতের নিউজিল্যান্ড সফর ২০২০ (৫টি টি-টোয়েন্টি, ৩টি ওয়ান ডে, ২টি টেস্ট)
২৪ জানুয়ারি : প্রথম টি-টোয়েন্টি (অকল্যান্ড)
২৬ জানুয়ারি : দ্বিতীয় টি-টোয়েন্টি (অকল্যান্ড)
২৯ জানুয়ারি : তৃতীয় টি-টোয়েন্টি (হ্যামিল্টন)
৩১ জানুয়ারি : চতুর্থ টি-টোয়েন্টি (ওয়েলিংটন)
২ ফেব্রুয়ারি : পঞ্চম টি-টোয়েন্টি (মাউন্ট মাউনগানুই)
৫ ফেব্রুয়ারি : প্রথম ওয়ান ডে (হ্যামিল্টন)
৮ ফেব্রুয়ারি : দ্বিতীয় ওয়ান ডে (অকল্যান্ড)
১১ ফেব্রুয়ারি : তৃতীয় ওয়ান ডে (মাউন্ট মাউনগানুই)
২১-২৫ ফেব্রুয়ারি : প্রথম টেস্ট (ওয়েলিংটন)
২৯ ফেব্রুয়ারি-৪মার্চ: দ্বিতীয় টেস্ট (ক্রাইস্টচার্চ)

# দক্ষিণ আফ্রিকার ভারত সফর ২০২০ (৩টি ওয়ান ডে)
১২ মার্চ: প্রথম ওয়ান ডে (ধরমশালা)
১৫ মার্চ: দ্বিতীয় ওয়ান ডে (লক্ষ্ণৌ)
১৮ মার্চ: তৃতীয় ওয়ান ডে (কলকাতা)

আরও পড়ুন - টিম ইন্ডিয়ার কোচ নির্বাচনে কোহলির কোনও কথা শুনবে না বোর্ড!

.