ধানমুন্ডির কাছে হেরে সেমিতে করিমের দলের বিরুদ্ধে নামতে হবে মোহনবাগানকে
ধানমুন্ডি (৫) মোহনবাগান (৩)
ভুটানে কিংস কাপের সেমিফাইনালে মোহনবাগান বনাম করিম বেঞ্চিরিফা। গ্রুপ লিগের শেষ ম্যাচ বাংলাদেশের ধানমুন্ডি ক্লাবের কাছে হেরে ফাইনালে ওঠার লড়াইয়ে পুণে এফ সি-র মুখোমুখি হচ্ছে সুভাষ ভৌমিকের দল। একটা করে করে কার্ড থাকায় সোনি আর লালকমলকে শুরু থেকে নামাননি সুভাষ ভৌমিক। কিন্তু খেলার পাঁচ মিনিটেই পিছিয়ে পড়ে সবুজ-মেরুন শিবির। বিরতির আগেই ৩-০ এগিয়ে যায় গতবারের শিল্ডের ফাইনালিস্টরা। বিরতির পরপরই ব্যবধান আরও বাড়ান এমেকা।
লালকমলকে নামিয়ে ম্যাচে ফেরার একটা মরিয়া চেষ্টা করেন সুভাষ। পঙ্কজ মৌলা আর কাতসুমির গোলে স্কোরলাইন ২-৪ করে মোহনবাগান। কিন্তু ডারবোয়ে ধানমুন্ডির হয়ে পঞ্চম গোল করে জয় নিশ্চিত করে ফেলে। ইনজুরি টাইমে মোহনবাগানের হয়ে ব্যবধান কমান পিয়েরো বোয়া। মোহনবাগানের হয়ে তিন ম্যাচেই গোল পেলেন ক্যামেরুনের এই তারকা ফুটবলার। সেমিফাইনালের আগে ডিফেন্ডারদের পারফরম্যান্স যথেষ্ট চিন্তায় রাখবে মোহনবাগান টিডিকে। তিন ম্যাচে আট গোল হজম করতে হল তাদের।