পাকিস্তানে ডামাডোল- আফ্রিদির গালাগালির ছক্কায় ফিল্ডিং কোচের পদত্যাগের হুমকি
ব্যাটে বলে নয় বরং অভব্যতায় কামাল করলেন বুম বুম আফ্রিদি। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে দল হেরেছে।
ওয়েব ডেস্ক: ব্যাটে বলে নয় বরং অভব্যতায় কামাল করলেন বুম বুম আফ্রিদি। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে দল হেরেছে। ১ বার নয়। পর পর ৬ বার। স্বাভাবিক ভাবেই মেজাজ বিগড়েছে দলের খেলোয়াড়দের। আর তার প্রভাব পড়ল অনুশীলনে। বিশ্বকাপের মধ্যেই পাকিস্তান ক্রিকেট দল এবার ঘরোয়া সমস্যায় জর্জরিত।
অনুশীলন চলাকালীন আফ্রিদির সঙ্গে বচসায় জড়ালেন পাকিস্তান ফিল্ডিং কোচ গ্র্যান্ট লিউডেন।
শাহিদ আফ্রিদিদের বিরুদ্ধে অভব্যতার অভিযোগ করে পদ ছাড়ার হুমকি দিলেন পাকিস্তানের ফিল্ডিং কোচ। গ্র্যান্ট লিউডেনের অভিযোগ অনুশীলনের সময় তার সঙ্গে মাঠে অত্যন্ত খারাপ ব্যবহার করেন আফ্রিদি, শাহজাদ ও উমর আকমল। মাঠের মধ্যেই তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন আফ্রিদিরা। এমনও অভিযোগ করেছেন লিউডেন।
তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানকে ম্যাসেজ করে গোটা ঘটনাটি জানিয়েছেন। তিনি ওই ম্যাসেজে বলেছেন ক্রিকেটাররা নিজেদেরকে না শোধরালে তিনি কোচের পদে থাকবেন না। পিসিবি চেয়ারম্যান এব্যাপারে পাক ম্যানেজার নাভেদ চিমা, প্রধান কোচ ওয়াকার ইউনিস ও লিউডেনের সঙ্গে কথা বলেছেন। তিনি লিউডেনকে আশ্বস্থ করেছেন এধরনের ঘটনা ভবিষ্যতে ঘটবে না।