আপাতত স্থগিত AFC Cup, মলদ্বীপ যেতে হবে না ATK মোহনবাগানকে

 যারা এখনও মলদ্বীপে পৌঁছায়নি, তাদের আর যাওয়ার কোনও দরকার নেই।

Updated By: May 9, 2021, 04:07 PM IST
আপাতত স্থগিত AFC Cup, মলদ্বীপ যেতে হবে না ATK মোহনবাগানকে

নিজস্ব প্রতিবেদন-  বন্ধ হয়ে গেল এএফসি কাপের (AFC Cup) খেলা। ফুটবল অ্যাসোসিয়েশন অফ মলদ্বীপ (Football Association of Maldives)  এএফসি-র কাছে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার আবেদর করার পরই, রবিবার এই সিদ্ধান্ত জানিয়ে দিল এএফসি। এক নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়, ‘যে সমস্ত দল ইতিমধ্যেই মলদ্বীপে (Maldives) পৌঁছে গিয়েছে ,সমস্ত কোভিড বিধি (Covid rules) মেনে তাদের ফেরানোর ব্যবস্থা হোক। আর যারা এখনও মলদ্বীপে পৌঁছায়নি, তাদের আর যাওয়ার কোনও দরকার নেই। আপাতত গ্রুপ ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে’।

আরও পড়ুন: সামনেই AFC Cup! COVID-19 আক্রান্ত ATK Mohun Bagan র Prabir Das, Sk Sahil

করোনা আবহের মধ্যেই ভারত থেকে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) মলদ্বীপে পৌঁছে যায়।  তাঁদের কড়া নিয়মের মধ্যে থাকতে হয় । তিন বিদেশি ফুটবলার কোভিড নিয়ম না মানায়, বেঙ্গালুরু এফ সি দলকে মলদ্বীপ ছাড়তে বলা হয় । অন্যদিকে, তারকা ফুটবলারদের ছাড়া মলদ্বীপে ম্যাচ খেলতে যেতে চায়নি এটিকে মোহনবাগানও (ATK Mohun Bagan)। এদিকে, আজ (রবিবার) বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের মলদ্বীপ যাওয়ার কথা। সবটাই থমকে গিয়েছে এএফসি-র এই সিদ্ধান্তের পর।

.