৪৩৭ দিন পর 'সিঙ্ঘম লুকস'-এ মাঠে ধোনি! বাইসেপস দেখে 'ঘায়েল' বলিউড অভিনেত্রী
পেশিবহুল চেহারা দেখে বোঝার উপায় নেই, তাঁর বয়স এখন ৩৯।
নিজস্ব প্রতিবেদন- ৪৩৭ দিন পর আবার তিনি মাঠে নামলেন। এই ৪৩৭ দিনে তাঁর জীবনে অনেক পরিবর্তন হয়েছে। এমনকী এই ৪৩৭ দিনে দেশের অবস্থাও বদলেছে বিস্তর। কিছুই আর আগের মতো নেই। করোনার জন্য বদলেছে সারা বিশ্বের অবস্থা। দীর্ঘদিন লকডাউন। তার উপর ধোনি ক্রিকেটের বাইরে। এরই মধ্যে ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তাঁর কাছে এখন হাতের পাঁচ আইপিএল। ভক্তরাও ধোনির জাদু দেখতে পাবেন একমাত্র আইপিএলেই। আর তাই প্রথমদিন ধোনিকে মাঠে দেখে আর আবেগ ধরে রাখতে পারলেন না ভক্তরা। তার উপর ধোনি ফিরলেন আবার নতুন লুকস নিয়ে। এমনিতেই ধোনি চেন্নাইয়ের সমর্থকদের নয়নের মণি। তার উপর দক্ষিণী নায়কদের মতো লুকস-এ ধোনি যেন আরও প্রিয় হয়ে উঠেছেন ভক্তদের কাছে।
অনেকেই প্রশ্ন তুলেছিলেন, এতদিন ক্রিকেটের বাইরে থাকা ধোনির ফিটনেস ঠিকঠাক থাকবে তো! ধোনি সবাইকে কার্যত ভুল প্রমাণিত করেছেন। আরও বেশি ফিট দেখাচ্ছে ধোনিকে। পেশিবহুল চেহারা দেখে বোঝার উপায় নেই, তাঁর বয়স এখন ৩৯। আর তাঁর সেই পেশিবহুল চেহারা দেখে বলিউড অভিনেত্রীও ঘায়েল। বলিউড অভিনেত্রী সাইয়ামি খের টুইটারে লিখলেন, ''ধোনির বাইসেপস যেন জার্সির হাতা ছিঁড়ে বেরিয়ে আসবে! অনেকদিন পর আবার টসের সময় ধোনির গলার আওয়াজ শুনে ভাল লাগছে। সেই মার্চ থেকে আমি এই মুহূর্ত দেখার জন্য অপেক্ষা করছিলাম।'' ধোনির নতুন লুকস নিয়েই কিন্তু আইপিএলের প্রথম দিন বেশি কথা হল। দর্শকরা মাঠে আসতে পারেননি। তবে আইপিএল নিয়ে চর্চা তাতে একটুও কমেনি।
Ahh so good to hear #Dhoni talk at the toss! And those bisceps are bursting out of his Tshirt!
Now waiting for #RohitSharma to come out and do some clean hitting.
Most excited I have been since March. #SillyPointwithsaiyami #IPL2020 #MIvCSK
— Saiyami Kher (@SaiyamiKher) September 19, 2020
১৫ মাস পর ধোনিকে মাঠে দেখে ভক্তরা সোশ্যাল মিডিয়ায় উচ্ছাস প্রকাশ করলেন। ধোনির নতুন সিঙ্ঘম লুকস সবাই দারুণ পছন্দ করেছেন। দক্ষিণের নায়কের ছবি পোস্ট করে কেউ কেউ আবার ধোনির দাড়ির স্টাইলের তুলনাও করলেন। আইপিএলে ধোনিকে বারবার নতুন লুকসে দেখা গিয়েছে। বিশেষ করে ধোনির হেয়ার স্টাইল বদলেছে একাধিকবার। আর এসবের সঙ্গে প্রথম ম্যাচে চেন্নাইয়ের জয় যেন আলাদা মাত্রা যোগ করেছে। অনেকেই বলছেন, এতদিন পর ফিরলেও ধোনি ক্যাপ্টেন্সি ভোলেননি. আগের মতোই তাঁর মস্তিষ্ক একইরকম ধারালো রয়েছে।