Tokyo Olympics 2020: Sharath Kamal হারলেন, শেষ হলো ভারতের টেবিল টেনিস অভিযান

আশা জাগিয়েও হতাশ করলেন শরথ কমল।

Updated By: Jul 27, 2021, 10:22 AM IST
Tokyo Olympics 2020: Sharath Kamal হারলেন, শেষ হলো ভারতের টেবিল টেনিস অভিযান

নিজস্ব প্রতিবেদন: সুতীর্থা মুখোপাধ্যায় ও মণিকা ব্রাত্রার পর এবার টোকিও অলিম্পিক্স (Tokyo Olympics 2020) থেকে বিদায় নিলেন শরথ কমল (Sharath Kamal)। মঙ্গলবার সকালে বিশ্বের তিন নম্বর মা লং ৪-১ উড়িয়ে দিলেন দেশের স্টার প্যাডলারকে। কমলের বিদায়ের সঙ্গেই ভারতের এবারের মতো অলিম্পিক্সে টেবিল টেনিস অভিযান শেষ হলো।

আরও পড়ুন: Tokyo Olympics 2020: হকিতে স্পেনকে পরাস্ত করল ভারত, স্কোর ৩-০

পর্তুগালের টিয়াগো অ্যাপোলোনিয়ার বিরুদ্ধে ৪-২ জিতেই তৃতীয় রাউন্ডে খেলতে এসেছিলেন শরথ কমল। কিন্তু টেবিল টেনিসে চিনা মা লং মহাতারকা। গতবারের অলিম্পিক্স চ্যাম্পিয়ন সে। সিঙ্গলসে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন মা লং। এর সঙ্গেই মা লং দু'বার জিতেছেন বিশ্বকাপও। আগ্রাসী টেবিল টেনিসের জন্য মা লংকে 'দ্য ডিক্টেটর', 'দ্য ড্রাগন', 'দ্য ক্যাপ্টেন'-এ নামেও ডাকা হয়। এহেন মা লংয়ের কাছেই হারলেন শরথ।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
 

.