পুরানো সাফল্য ভুলে আসন্ন অলিম্পিকে মনোযোগী অভিনব বিন্দ্রা

বেজিং অলিম্পিকে সোনা জয় তাঁর কাছে এখন অতীত। পুরানো সাফল্য ভুলে এখন আসন্ন লন্ডন অলিম্পিকের দিকে তাকিয়ে শুটার অভিনব বিন্দ্রা। আগামি এপ্রিল মাসে লন্ডন অলিম্পিকের প্রস্তুতির জন্য বিশেষ অনুশীলন শুরু করবেন অলিম্পিকে ভারতের একমাত্র সোনাজয়ী শুটার।

Updated By: Mar 3, 2012, 09:38 PM IST

বেজিং অলিম্পিকে সোনা জয় তাঁর কাছে এখন অতীত। পুরানো সাফল্য ভুলে এখন আসন্ন লন্ডন অলিম্পিকের দিকে তাকিয়ে শুটার অভিনব বিন্দ্রা। আগামি এপ্রিল মাসে লন্ডন অলিম্পিকের প্রস্তুতির জন্য বিশেষ অনুশীলন শুরু করবেন অলিম্পিকে ভারতের একমাত্র সোনাজয়ী শুটার।
লন্ডন অলিম্পিকের দলে জায়গা পাননি এথেন্স অলিম্পিকের রুপোজয়ী ভারতীয় শুটার রাজ্যবর্ধন সিং রাঠোর। তা নিয়ে কম বিতর্ক হয়নি। শনিবার বারাকপুরের উদয়নে এসে সেই বিতর্ককে উড়িয়ে দিয়ে অভিনব বিন্দ্রা জানান, অলিম্পিকে এবার শুটিং বিভাগে বেশ কয়েকটি পদক জয়ের সম্ভাবনা রয়েছে ভারতের।
 
শনিবার উদয়নে কচিকাঁচাদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান অভিনব বিন্দ্রা।

.