Abdullah Shafique, SL vs PAK : সর্বাধিক রান তাড়া করে জয়, আবদুল্লা শফিকের অপরাজিত শতরানে ইতিহাস গড়ল পাকিস্তান
জয়ের জন্য শেষ দিন পাক দলের দরকার ছিল ১২০ রান। সেখানে শ্রীলঙ্কার টার্গেট ছিল সাত উইকেট। আবদুল্লা একটা দিক আগলে রাখলেও, অন্য প্রান্তে একের পর এক উইকেট হারাতে থাকে পাক দল। এরইমধ্যে উইকেটকিপার রিজওয়ান ৭৪ বলে ৪০ রানের মূল্যবান ইনিংস খেলে যান।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাবর আজম (Babar Azam) কিংবা মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) নন, গলে আয়োজিত প্রথম টেস্টে পাকিস্তানকে (Pakistan) ঐতিহাসিক জয় এনে দিলেন ওপেনার আবদুল্লা শফিক (Abdullah Shafique)। রুদ্ধশ্বাস ম্যাচে ৪০৮ বলে ১৬০ রানে অপরাজিত রইলেন ডানহাতি পাক ওপেনার। আর তাঁর এই মহাক্যাবিক ইনিংসের জন্যই চতুর্থ ইনিংসে ৩৪২ রান তাড়া করে চার উইকেটে প্রথম টেস্ট জিতে রেকর্ড গড়ল পাকিস্তান। এই ম্যারাথন ইনিংসে আবদুল্লা মারলেন মাত্র ৭টি চার ও ১টি ছয়। স্ট্রাইক রেট ৩৯.২১। ফলে বোঝাই যাচ্ছে তাঁর ধৈর্য ছিল শিক্ষণীয়। পাক দল যখন জয়ের থেকে মাত্র ১১ রান দূরে ছিল, সেই সময় বৃষ্টি বাধ সাধে। কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে ভাগ্য সহায় ছিল না।
ম্যাচের তৃতীয় দিন পর্যন্ত খেলায় চালকের আসনে ছিল শ্রীলঙ্কা। দীনেশ চান্দিমালের (Dinesh Chandimal) অপরাজিত ৯৪ ও কুশল মেডিন্সের (Kusal Mendis) ৭৬ রানের সৌজন্যে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ৩৩৭ রান তোলে।
ফলে জয়ের জন্য পাক দলের দরকার ছিল ৩৪২ রান। একে গলের স্পিনিং ট্র্যাক, ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন বাঁহাতি স্পিনার প্রভাত জয়সূর্য (Prabath Jayasuriya)। তবুও আগাগোড়া দাপট বজায় রেখে রান চেজ করল পাকিস্তান।
চতুর্থ দিন পাক অধিনায়ক বাবর আজম ৫৫ রানে ফিরে গেলেও, ১২২ রানে অপরাজিত থেকে দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। ৩ উইকেটে ২২২ রানে দিন শেষ করে পাক দল।
জয়ের জন্য শেষ দিন পাক দলের দরকার ছিল ১২০ রান। সেখানে শ্রীলঙ্কার টার্গেট ছিল সাত উইকেট। আবদুল্লা একটা দিক আগলে রাখলেও, অন্য প্রান্তে একের পর এক উইকেট হারাতে থাকে পাক দল। এরইমধ্যে উইকেটকিপার রিজওয়ান ৭৪ বলে ৪০ রানের মূল্যবান ইনিংস খেলে যান।
তাই শেষ পর্যন্ত লড়াই বজায় রেখে টেস্ট জিতে নিল পাকিস্তান। গত মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম শতরান করেছিলেন আবদুল্লা। দ্বিতীয় ইনিংসে ১৩৬ রানে অপরাজিত ছিলেন তিনি। আর এ বার অপরাজিত রইলেন ১৫৮ রানে। ফলে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল বাবর আজমের দল।
আরও পড়ুন: IPL: সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে এ বার দক্ষিণ আফ্রিকায় 'মিনি আইপিএল'!