বিশ্বকাপে সর্বাধিক ছক্কার রেকর্ড গড়লেন ডিভিলিয়ার্স

Updated By: Mar 12, 2015, 12:22 PM IST
বিশ্বকাপে সর্বাধিক ছক্কার রেকর্ড গড়লেন ডিভিলিয়ার্স

 

ওয়েব ডেস্ক: দেখতে দেখতে ২০ খানা ওভার বাউন্ডারি হাঁকানো হয়ে গেল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তথা তারকা ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্সের। একটা বিশ্বকাপে এতগুলো ছক্কা মারা র রেকর্ড আর  কারও নেই। এমনতি চলতি বিশ্বকাপে ওভার বাউন্ডারির একেবারে বন্যা হচ্ছে। বৃহস্পতিবার ওয়েলিংটনে ডিভিলিয়ার্স মারলেন চারটে ওভার বাউন্ডারি, ওয়েইস্ট ইন্ডজের বিরুদ্ধে ১৬২ অপারজিত রানের ইনিংসে মেরেছিলেন ৮ টা ওভার বাউন্ডারি।

চলতি বিশ্বকাপে দারুণ ফর্মে আছেন দুনিয়ার অন্যতম সেরা ধ্বংসাত্মক এই ব্যাটসম্যান। বৃহস্পতিবার ওয়েলিংটনে সংযুক্ত আরবআমিরশাহির বিরুদ্ধেও সেই ফর্ম বজায় রাখলেন এবি।

মাত্র এক রানের জন্য শতরান না পেলেও নক আউট রাউন্ডের আগে  ডিভিলিয়ার্সের এই ইনিংস দলের আত্মবিশ্বাসকে বাড়িয়ে রাখল। শুধু ডিভিলিয়ার্স নয় মিলার (৪৯) আর মাত্র ৩৩ বলে ৬৪ রান করা বেহারদিনের ইনিংসটাও দলের আত্মবিশ্বাস বাড়ল। তবে কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে প্রোটিয়া শিবিরকে চিন্তায় রাখল ওপেনার কুইন্টন ডি ককের ফর্ম। 

.