AB de Villiers: কোহলির খবরেই সিলমোহর! আইপিএল প্রত্যাবর্তন নিশ্চিত করলেন এবিডি
আইপিএল ফ্যানরা কোহলি-ডিভিলিয়ার্সের ব্যাট হাতে যুগলবন্দি চুটিয়ে উপভোগ করেছেন। জুটি বেঁধে বিপক্ষের ঘুম উড়িয়ে দিতেন তাঁরা। অনুগামীরা এই জুটিকে 'সুপারম্যান-ব্যাটম্যান' জুটি নামেও ডাকতেন। ডিভিলিয়ার্স ২০১১ সালে আরসিবি-তে যোগ দিয়েছিলেন। ১৫০ ম্যাচে তিনি করেছেন ৪৪৯১ রান। সামগ্রিক ভাবে আইপিএল কেরিয়ারে এবিডি খেলেছেন ১৮৪ ম্যাচ। করেছেন ৫১৬২ রান।
নিজস্ব প্রতিবেদন: বাইশ গজে আর দেখা যায় না তাঁকে! গত ১৯ নভেম্বর সব রকমের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবি ডিভিলিয়ার্স (AB de Villiers)। এবিডি খেলছেন না আইপিএলেও! তবে আগামী বছর আইপিএলে (IPL 2023) ফিরছেন তিনি। প্রিয় ফ্র্য়াঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেই (Royal Challengers Bangalore, RCB) দেখা যাবে তাঁকে। এবিডি নিজেই আইপিএল প্রত্য়াবর্তন নিশ্চিত করেছেন।
কিছুদিন আগে ডিভিলিয়ার্সের প্রাণের বন্ধু বিরাট কোহলিই (Virat Kohli) জানিয়ে ছিলেন যে, প্রোটিয়া মহারথীর কামব্য়াকের কথা। সেই প্রসঙ্গ ধরেই ডিভিলিয়ার্স ভিইউ স্পোর্ট বলেন, "আমি আনন্দিত যে, বিরাট আমার ফেরার কথাটা নিশ্চিত করেছে। সত্যি বলতে আমরা এই ব্যাপারে কোনও সিদ্ধান্ত নিইনি এখনও। আমি অবশ্যই আগামী বছর আইপিএলে ফিরছি। আমি জানি না কোন ভূমিকায় আমাকে দেখা যাবে, তবে আমি ফিরছি। আমি শুনলাম একটা ছোট্ট পাখি টুইট করেছে যে, আগামী বছর বেঙ্গালুরুতে খেলা হতে পারে। তো আমি আমার দ্বিতীয় ঘরে (বেঙ্গালুরু) ফিরতে মুখিয়ে আছি। দর্শকপূর্ণ চিন্নাস্বামী দেখতে চাই।"
আরসিবি ইনসাইডার (RCB Insider) অনুষ্ঠানে 'স্ট্যান্ড-আপ কমেডিয়ান দানিশ সইতকে (Danish Sait) দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেছিলেন, "আমি এবিডি-কে প্রচণ্ড মিস করি। আমি প্রায় নিয়মিত ওর সঙ্গে কথা বলি। মেসেজ করি। ও সম্প্রতি আমেরিকায় গিয়েছিল। ওখানে গিয়ে পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে অগাস্টা মার্স্টাস নামে গল্ফের আসর উপভোগ করেছে। আমি আর এবিডি জুড়ে থাকি। আশা করি আগামী বছর ওকে আরসিবি-তে দেখতে পারব। যে কোনও ভূমিকায় ওকে দেখা যেতে পারে।"
আইপিএল ফ্যানরা কোহলি-ডিভিলিয়ার্সের ব্যাট হাতে যুগলবন্দি চুটিয়ে উপভোগ করেছেন। জুটি বেঁধে বিপক্ষের ঘুম উড়িয়ে দিতেন তাঁরা। অনুগামীরা এই জুটিকে 'সুপারম্যান-ব্যাটম্যান' জুটি নামেও ডাকতেন। ডিভিলিয়ার্স ২০১১ সালে আরসিবি-তে যোগ দিয়েছিলেন। ১৫০ ম্যাচে তিনি করেছেন ৪৪৯১ রান। সামগ্রিক ভাবে আইপিএল কেরিয়ারে এবিডি খেলেছেন ১৮৪ ম্যাচ। করেছেন ৫১৬২ রান।
আরও পড়ুন: Virender Sehwag: 'বাদ না পড়লে ১০ হাজারের ওপর টেস্ট রান করতাম'! বিস্ফোরক বীরুর নিশানায় কে?
আরও পড়ুন: MS Dhoni vs Rishabh Pant বিতর্কে বড় কথা বলে দিলেন Sourav Ganguly