কী কী রেকর্ড রয়েছে এবির ঝুলিতে?

দক্ষিণ আফ্রিকার এই মারকুটে ব্যাটসম্যান জানিয়েছেন, তিনি ক্লান্ত।

Updated By: May 23, 2018, 07:13 PM IST
কী কী রেকর্ড রয়েছে এবির ঝুলিতে?

নিজস্ব প্রতিনিধি : বিশ্ব ক্রিকেট এমন একখানা খবরের জন্য প্রস্তুত ছিল না। তাই এবি ডেভিলিয়ার্সের অবসরের খবরে কার্যত স্তব্ধ ক্রিকেট সার্কিট। সবার একটাই প্রশ্ন, এত তাড়াতাড়ি কেন এমন একটা সিদ্ধান্ত নিলেন এবিডি?

আরও পড়ুন রাঠৌরের ফিটনেস চ্যালেঞ্জ, বিরাট এখনও চুপ!

এবিডি যেটা জানিয়েছেন তাতে মন ভরেনি তাঁর ভক্তদের। দক্ষিণ আফ্রিকার এই মারকুটে ব্যাটসম্যান জানিয়েছেন, তিনি ক্লান্ত। তাই ক্রিকেটকে এবার বিদায় জানাতে চান। কিন্তু যার পকেটে এত সব দুর্দান্ত রেকর্ড রয়েছে তিনি এত সহজে ক্লান্ত হয়ে গেলেন? যাই হোক, এক ঝলকে দেখে নেওয়া যাক আন্তর্জাতিক ক্রিকেটে কী কা রেকর্ড রয়েছে এবিডির পকেটে-

একদিনের ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরির মালিক। মাত্র ১৬ বলে ৫০ করেছিলেন এবি।

একদিনের ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও এবির। ৩১ বলে ১০০ করেছিলেন।

একদিনের ক্রিকেটে ৬৪ বলে ১৫০ রান করে নামের পাশে আরও একখানা রেকর্ড লিখে রেখেছেন এবিডি।

দক্ষিণ আফ্রিকায় হয়ে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট রান তাঁর (২৭৮*)।

দু'বার দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এবিডি (২০১৪, ২০১৫)।

বিশ্ব ক্রিকেটে দু'নম্বরে থেকে খেলা ছাড়লেন এবিডি।

জাক কালিসের পর দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী (৯৫৭৭)। 

.