৮৬ হাজার দর্শকের মাঝে বসে বিশ্বকাপ ফাইনাল দেখেছিলেন corona আক্রান্ত ব্যক্তি

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ম্য়ানেজমেন্ট জানিয়েছে, সেই দর্শকের মাধ্যমে ভাইরাস সংক্রমণের সম্ভাবনা খুব কম। 

Updated By: Mar 12, 2020, 03:41 PM IST
৮৬ হাজার দর্শকের মাঝে বসে বিশ্বকাপ ফাইনাল দেখেছিলেন corona আক্রান্ত ব্যক্তি

নিজস্ব প্রতিবেদন : ৮ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৮৬ হাজার দর্শকের মাঝে বসে তিনিও বিশ্বকাপ ফাইনাল দেখেছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর যেসব উপসর্গ দেখা দে সেগুলি উপস্থিত ছিল তাঁর শরীরেও। কিন্তু তিনি ভেবেছিলেন সাধারণ সর্দি-জ্বর। শেষ পর্যন্ত পরীক্ষা করে জানা যায়, তাঁর শরীরে মারণ ভাইরাস হানা দিয়েছে। করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ ফল হয়েছে মেয়েদের টি২০ বিশ্বকাপ ফাইনাল দেখতে আসা এক দর্শকের। চিকিত্সকরা জানিয়েছেন, COVID-19 ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। আতঙ্ক ছড়িয়েছে অস্ট্রেলিয়ায়।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ম্য়ানেজমেন্ট জানিয়েছে, সেই দর্শকের মাধ্যমে ভাইরাস সংক্রমণের সম্ভাবনা খুব কম। এমসিজি-র নর্দার্ন স্ট্যান্ড-এর লেভেল ২-র এন-৪২ সেকশন-এ বসে খেলা দেখেছিলেন। সেদিন ওই গ্যালারিতে বসে খেলা দেখা বাকি দর্শকরা এখন আতঙ্কে ভুগছেন। যদিও অস্ট্রেলিয়ার Department of Health and Human Services (DHHS) জানিয়েছে, অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। কারণ একমাত্র ওই দর্শকের শরীরেই করোনার জীবাণু মিলেছে। আর কারও আক্রান্ত হওয়ার খবর এখনও পর্যন্ত নেই। ওই স্ট্যান্ডে বসে সেদিন যে দর্শকরা খেলা দেখেছিলেন তাঁদের আগামী কয়েকদিন সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জ্বর বা অন্য কোনও উপসর্গ দেখা দিলে চিকিতসকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রসঙ্গত, সেদিন বিশ্বকাপ ফাইনালে এমসিজিতে উপস্থিত ছিলেন ৮৬, ১৭৪ জন দর্শক।

আরও পড়ুন-  করোনা 'প্যানডেমিক'! সচিন-লারাদের সচেতনতার সিরিজ এবার ফাঁকা গ্যালারিতে

ফাইনালে ভারতীয় দলকে ৮৫ রানে হারিয়ে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়ার মেয়েরা। 

.