ইরফানের জন্মদিনে ফিরল ০/৩ এর সেই দিন
নিজের ৩০ তম জন্মদিনে ইরফান পাঠানকে 'উপহার' পাঠাল ক্রিকেট। দৈবাত্ কিছু ঘটে না গেলে আর কোনও দিন দেশের জার্সি পরতে পারবেন না, বিশ্বকাপের দলে থাকার সম্ভাবনাও নেই। আন্তর্জাতিক ক্রিকেটে কার্যত অতীত হয়ে যাওয়া ইরফানের পাকিস্তানের মাটিতে সেই ঐতিহাসিক হ্যাটট্রিকের স্মৃতিটা উসকে দিল ঢাকা টেস্ট।
ওয়েব ডেস্ক: নিজের ৩০ তম জন্মদিনে ইরফান পাঠানকে 'উপহার' পাঠাল ক্রিকেট। দৈবাত্ কিছু ঘটে না গেলে আর কোনও দিন দেশের জার্সি পরতে পারবেন না, বিশ্বকাপের দলে থাকার সম্ভাবনাও নেই। আন্তর্জাতিক ক্রিকেটে কার্যত অতীত হয়ে যাওয়া ইরফানের পাকিস্তানের মাটিতে সেই ঐতিহাসিক হ্যাটট্রিকের স্মৃতিটা উসকে দিল ঢাকা টেস্ট।
আজ ইরফান পাঠানের জন্মদিনেই ঘটল টেস্টে ০ রানের মধ্যে প্রথম তিন ব্যাটসম্যানের আউট হয়ে যাওয়ার বিরল ঘটনা। ঢাকা টেস্টে জিম্বাবোয়ের বিরুদ্ধে চতুর্থ ইনিংসে ১০০ রান তাড়া করতে নেমে দলের স্কোরবোর্ডে কোনও রান ওঠার আগেই ফিরে গেলেন বাংলাদেশের তিন ব্যাটসম্যান। আউট হলেন তামিম ইকবাল,শামসুর রহমান,মমিনুল হক। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা এই নিয়ে তৃতীয়বার ঘটল, যখন কোনও দলের প্রথম তিন ব্যাটসম্যান দলের স্কোরবোর্ডে কোনও রান ওঠার আগেই আউট হয়ে ফিরে গেলেন।
২০০৬ সালের ১ ফেব্রুয়ারি করাচি টেস্টে ঠিকই একই ঘটনা ঘটেছিল। ম্যাচের প্রথম ওভারে ইরফান পাঠানের বলে আউট হয়েছিলেন সলমন বলাট, ইউনিস খান,মহম্মদ ইউসুফ। হ্যাটট্রিক করেছিলেন ইরফান।
১৯৫২ সালে হেডিংলিতে ভারত-ইংল্যান্ড টেস্টে এমন ঘটনা প্রথমবার ঘটেছিল। সেই টেস্টে দ্বিতীয় ইনিংসে ভারতের প্রথম তিন ব্যাটসম্যান পঙ্কজ রায়, দত্তা গায়কোয়ড়,মাধব মন্ত্রী শূন্য রানে আউট হয়েছিলেন দলের কোনও রান ওঠার আগেই।