Sachin Tendulkar: ছেলের হাতে বানানো ডিমের এই রেসিপি পৃথিবীর সেরা পদ! বলছেন বাবা

নিজস্ব প্রতিবেদন: বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক পিতৃদিবস (Happy Father’s Day 2022)। রবিবার অর্থাৎ আজ সাধারণ থেকে সেলেব সকলেই মেতেছেন বাবা বন্দনায়। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকরও (Sachin Tendulkar) ব্যতিক্রম নন। মাস্টারব্লাস্টার সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয়। 'ফাদার্স ডে'-তে সচিন তাঁর পুত্র অর্জুনের সঙ্গে ছবি শেয়ার করে জানালেন যে, এই বিশেষ দিনে অর্জুন তাঁকে নিজে হাতে ডিমের ভুজিয়া বানিয়ে খাইয়েছেন ব্রেকফাস্টে। সচিন পুত্রস্নেহে এও লিখেছেন যে, ডিমের এই রেসিপি তাঁর কাছে পৃথিবীর সেরা পদ।

গত মরশুমে অর্জুনকে ২০ লক্ষ টাকায় দলে নিয়েছিল মুম্বই। কিন্তু চোটের জন্য় মুম্বইয়ের হয়ে একটি ম্য়াচও খেলা হয়নি বছর বাইশের ক্রিকেটারের। মুম্বই ছেড়ে দেয় অর্জুনকে। নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজি ক্যাপ্টেন রোহিত শর্মা (১৬ কোটি টাকা), বুমরা (১২ কোটি), সূর্যকুমার যাদব (৮ কোটি টাকা) ও কায়রন পোলার্ডকে (৬ কোটি) ধরে রেখেছিল। ৪৮ কোটি টাকা নিয়ে নিলামে নেমে অর্জুনকে ফের ৩০ লক্ষ টাকায় কেনে মুম্বই। বাঁ-হাতি পেসার এক ম্যাচও খেলার সুযোগ পায়নি এই মরশুমে। রিজার্ভেই ছিলেন অর্জুন। তাঁকে খেলানো নিয়ে ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: Yuvraj Singh: ছেলের নাম ঠিক করে ফেললেন যুবরাজ! বিশেষ দিনেই জানালেন ফ্যানদের

আরও পড়ুনWriddhiman: দেশে ফিরেই জামাইষষ্ঠী ঋদ্ধির, এবার পড়শি রাজ্যের দলে দ্বৈত ভূমিকা! চলছে কথা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

English Title: 
A breakfast filled with love: Sachin Tendulkar reveals son Arjun treated him to scrambled eggs on father's day
News Source: 
Home Title: 

ছেলের হাতে বানানো ডিমের এই রেসিপি পৃথিবীর সেরা পদ! বলছেন বাবা

Sachin Tendulkar: ছেলের হাতে বানানো ডিমের এই রেসিপি পৃথিবীর সেরা পদ! বলছেন বাবা
Caption: 
সচিন মজে ছেলের বানানো ডিমের ভুজিয়ায়
Yes
Is Blog?: 
No
Section: