রবিবার ব্যারেটোদের জন্য জবাবী ম্যাচ হতে পারে

রবিবার মরসুমের প্রথম ডার্বি ম্যাচ।উনিশ মাস বড়ম্যাচ জেতেনি মোহনবাগান শিবির। তাই রবিবার আই লিগে চিরপ্রতিন্দন্দ্বী ইস্টবেঙ্গলকে হারাতে মরিয়া ব্যারেটো-ওডাফারা।

Updated By: Nov 19, 2011, 03:34 PM IST

রবিবার মরসুমের প্রথম ডার্বি ম্যাচ।উনিশ মাস বড়ম্যাচ জেতেনি মোহনবাগান শিবির। তাই রবিবার আই লিগে চিরপ্রতিন্দন্দ্বী ইস্টবেঙ্গলকে হারাতে মরিয়া ব্যারেটো-ওডাফারা। বড়ম্যাচে সবুজ-মেরুন জার্সি গায়ে অভিষেক হচ্ছে অসি ডিফেন্ডার ড্যানিয়েল জেলেনির। মোহনবাগানে ওডাফা-ব্যারেটো,সুনীল। টিডি সুব্রত ভট্টাচার্য। ইস্টবেঙ্গলে ওপারা-পেন-গও। বড়ম্যাচে এখনও অপরাজিত ট্রেভর জেমস মরগ্যান। এই সমীকরণেই রবিবাসরীয় ডার্বিতে মুখোমুখি কলকাতার দুই প্রধান। দুই দলেই সেই চেনা উন্মাদনা। ইস্টবেঙ্গলের থেকেও এই ম্যাচটা মোহতারকার নবাগানের কাছে যেন একটু বেশিই স্পেশাল। গত এক বছর কোছড়াছড়ি।প্রায় এক দশক পর বড়ম্যাচকে ঘিরে ময়দানে আবার ন সাফল্য নেই। প্রায় উনিশমাস বড়ম্যাচে জয় নেই।তাই রবিবার ব্যারেটোদের অনেক কিছু জবাব দেওয়ার ম্যাচ।আর সমর্থকদের জ্বালা মেটাবার ম্যাচ।কোচ প্রশান্ত ব্যানার্জিও বলছেন,এই ম্যাচটায় কেউ এগিয়ে নেই।নব্বই মিনিটের স্নায়ুর লড়াইয়ে প্রতিপক্ষকে যে টেক্কা দেবে,সেই জিতবে। চোটের জন্য আনোয়ার নেই। তাই বড়ম্যাচেই অভিষেক হচ্ছে অসি ডিফেন্ডার ড্যানিয়েলের। দল গঠনে বেশ কিছু চমক দেখাতে চলেছেন সুব্রত-প্রশান্ত জুটি।স্নেহাশিসের পরিবর্তে মাঝমাঠে ব্লকার হিসাবে খেলবেন রাকেশ মাসি।তবে বড়ম্যাচের সবচেয়ে বড় চমক আক্রমনভাগে ব্যারেটো-ওডাফা জুটি। ভারতীয় ফুটবলে সবচেয়ে দামী জুটির পেছন থেকে খেলবেন সুনীল। মাঝমাঠে বিপক্ষের পনদের টেক্কাদের দেওয়ার দায়িত্ব সামলাবেন নবি আর জুয়েল রাজা। সবমিলিয়ে যেকোন মূল্যে বাগানে ফুল ফোটাতে মরিয়া কোচ-ফুটবলাররা।

.