ওভারে ১৭টা বল করে লজ্জার রেকর্ড নায়ারের
এক ওভারে করলেন ১৭ টা বল! লজ্জার রেকর্ড গড়া সেই ওভারটায় হল ১০ টা ওয়াইড ও দুটো নো বল। মঙ্গলবার গুয়াহাটিতে দেওধর ট্রফির ম্যাচে মুম্বইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অলরাউন্ডার অভিষেক নায়ার এমন কাণ্ডই ঘটালেন। ভারতের হয়ে তিনটে ওয়ানডে খেলা অভিষেক আজ দেশের ক্রিকেটে লজ্জার ক্লাবে ঠুকে পড়লেন। দেওধর ট্রফিতে পশ্চিমাঞ্চল বনাম দক্ষিণাঞ্চল ম্যাচে এক ওভারে ১৭টা বল করলেন নায়ার।
এক ওভারে করলেন ১৭ টা বল! লজ্জার রেকর্ড গড়া সেই ওভারটায় হল ১০ টা ওয়াইড ও দুটো নো বল। মঙ্গলবার গুয়াহাটিতে দেওধর ট্রফির ম্যাচে মুম্বইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অলরাউন্ডার অভিষেক নায়ার এমন কাণ্ডই ঘটালেন। ভারতের হয়ে তিনটে ওয়ানডে খেলা অভিষেক আজ দেশের ক্রিকেটে লজ্জার ক্লাবে ঠুকে পড়লেন। দেওধর ট্রফিতে পশ্চিমাঞ্চল বনাম দক্ষিণাঞ্চল ম্যাচে এক ওভারে ১৭টা বল করলেন নায়ার।
সেই কুখ্যাত ওভারের প্রথম বলে উইকেট পেয়েছিলেন ডানহাতি স্পিনার অভিষেক। ওভারের তৃতীয় বল থেকেই বাধে বিপত্তি। সেই বলে আম্পয়ারের ওয়াইডের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি নায়ার। এরপরই একটার পর একটা বল ওয়াইড করতে থাকেন ২৯ বছরের এই অলরাউন্ডার। ঘরোয়া ক্রিকেটে ৯৮ উইকেটের মালিক নায়ারকে এরপর আর বল করেননি।
আইপিএলে রেকর্ড সাড়ে তিন কোটি টাকায় পুণে ওয়ারিয়র্সের দলে এসেছেন এই নায়ার। আজকে নায়ারের ১৭ বলে ওভারের ঘটনায় পুণের মালিক সুব্রত রায় নিশ্চই দুঃশ্চিন্তায় থাকবেন।