১০ বলে ৮ উইকেট! বিশ্বরেকর্ড অস্ট্রেলীয় ক্রিকেটারের
সংবাদ সংস্থা : এ যেন ম্যাচ শুরু হওয়ার আগেই শেষ। ১০ বলে ৮ উইকেট নিয়ে বিপক্ষকে একাই ধ্বংস করে দিলেন অস্ট্রেলিয়ার এক ক্রিকেটার। এই বিরল কীর্তি ঘটিয়ে ইতিমধ্যেই বিশ্বরেকর্ড করে ফেলেছেন নিক গুডেন নামে ভিক্টোরিয়ার ওই খেলোয়াড়।
জানা গেছে, ইয়াওর্ন নর্থ-এর হয়ে খেলতে নামেন গুডেন। শুরু থেকেই তাদের টার্গেট ছিল যত দ্রুত সম্ভব বিপক্ষের সব উইকেট ফেলে দেওয়া। কিন্তু ওয়েস্ট অগাস্তার ব্যাটসম্যানদের বিরুদ্ধে শুরুতে কিছুটা বেগ পেতে হয় ইয়াওর্ন নর্থ-এর বোলারদের। এই পরিস্থিতিতে ইয়াওর্ন নর্থ-এর অধিনায়ক গুডেনের হাতে বল তুলে দেন।
আরও পড়ুন- 'বিশ্রাম বিতর্কে' বিরাটের পাশে দ্রাবিড়! 'ছুটি চাইলেই পাবেন', মন্তব্য রাহুলের
ওভারের প্রথম বলটিকে ব্যাটসম্যান অতি সহজেই খেলে দেন। কিন্তু তারপর যা ঘটল....! পরপর পাঁচ বলে এল পাঁচটি উইকেট। মাঝে আর একটি ওভার যায়। পরের ওভারেই ফের ফিরে আসেন গুডেন। ওভারের ৫টি বলে ফের ৩টি উইকেট তুলে নেন তিনি। যখন থামলেন তখন তার তাঁর নামের পাশে পরিসংখ্যান বলছে, নিক গুডেন-১.৪ ওভার, ০ রান, ৮ উইকেট।
এরপর জয় ছিল শুধু সময়ের অপেক্ষা। দিনের আলো পড়ার আগেই ম্যাচ জিতে পার্টিতে মজেন ইয়াওর্ন নর্থ-এর ক্রিকেটাররা।