এএফসি চ্যালেঞ্জ কাপে বাংলার ৮ ফুটবলার

শুক্রবার এএফসি চ্যালেঞ্জ কাপের জন্য চুড়ান্ত ২৩ জনের ভারতীয় ফুটবল দল ঘোষিত হল। এই দলে বাংলা থেকে রয়েছেন মোট ৮ জন ফুটবলার। মোহনবাগান থেকে সুযোগ পেয়েছেন আনোয়ার আলি, কিংশুক দেবনাথ, রহিম নবি, জুয়েল রাজা এবং সুনীল ছেত্রী। ইস্টবেঙ্গল থেকে সুযোগ পেয়েছেন নির্মল ছেত্রী, রাজু গায়কোয়াড এবং ভাসুম। জাতীয় কোচ স্যাভিও মেদেইরা দল নির্বাচনের ক্ষেত্রে দুটি প্রস্তুতি ম্যাচে ফুটবলারদের পারফরম্যান্সকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। এছাড়াও গুরুত্ব পেয়েছে ফুটবলারদের ফিটনেস। আগামি ৮ মার্চ কাঠমাণ্ডুতে শুরু হচ্ছে এএফসি চ্যালেঞ্জ কাপ। ভারতের প্রথম খেলা নয়ই মার্চ তাজাকিস্তানের বিরুদ্ধে। শনিবার নেপালের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছে ভারতীয় দল।
 

English Title: 
8 Footballers from Bengal in AFC challenge Cup
Home Title: 

এএফসি চ্যালেঞ্জ কাপে বাংলার ৮ ফুটবলার

No
3661
Is Blog?: 
No
Section: