এই ৭ টা পরিসংখ্যান জেনে তবেই ফাইনাল দেখতে বসুন

আর কিছুক্ষণ পরেই শুরু টি২০ বিশ্বকাপের ফাইনাল। মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। ম্যাচ তো দেখতে বসবেন। কিন্তু তার আগে দু দলের পরিসংখ্যান দেখে নিন। তাহলে খেলা দেখতে সুবিধা হবে।

Updated By: Apr 3, 2016, 03:08 PM IST
 এই ৭ টা পরিসংখ্যান জেনে তবেই ফাইনাল দেখতে বসুন

ওয়েব ডেস্ক: আর কিছুক্ষণ পরেই শুরু টি২০ বিশ্বকাপের ফাইনাল। মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। ম্যাচ তো দেখতে বসবেন। কিন্তু তার আগে দু দলের পরিসংখ্যান দেখে নিন। তাহলে খেলা দেখতে সুবিধা হবে।

১) টি২০ ক্রিকেটে দু দলের মুখোমুখি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে রয়েছে ৯-৪ ব্যবধানে।

২) টি২০ ক্রিকেটে দু দল মুখোমুখি হয়েছে ৪ বার। এই ৪ বারই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ! ২০০৯-এ ক্যারিবিয়ানরা জিতেছিল ৫ উইকেটে। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল ৮ উইকেটে। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল ১৫ রানে এবং ২০১৬-র এই টি২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ জেতে ৬ উইকেটে।

৩) এই টি২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ কখনওই প্রথমে ব্যাট করেনি। তারা সব ম্যাচেই পরে ব্যাট করেছে।

৪) এই টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের রান রেট ৯.১২! না, আর কোনও দলের রান রেট ৯ এর উপরে নেই!

৫) এই টি২০ বিশ্বকাপে সবথেক ছক্কা মেরেছ ওয়েস্ট ইন্ডিজ। মোট ৩৬টা। আর ইংল্যান্ড মেরেছে ৩৪ টা। দ্বিতীয়স্থানে রয়েছে ইংরেজরাই।

৬) পাওয়ার প্লে-তে এই প্রতিযোগিতায় ওয়েস্ট ইংল্যান্ডের গড় ৯.৫০। সমস্ত দলের থেকে বেশি!

৭) শেষ ৫ ওভারে ইংল্যান্ডের রান রেট ১২.২৭! হ্যাঁ, এটাও সব দলের থেকে বেশি।

 

.