India-Pakistan: বাইশ গজে ফের ভারত-পাক! টি-২০ সিরিজের প্রস্তাব পিসিবি প্রধানের
বাইশ গজে ফের মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। রাস্তা দেখাচ্ছেন পিসিবি প্রধান রামিজ রাজা।
নিজস্ব প্রতিবেদন: পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান (Pakistan Cricket Board, PCB) রামিজ রাজা (Ramiz Raja) চার দেশীয় টি-২০ সিরিজের প্রস্তাব দিতে চলেছেন আইসিসি-কে (ICC)। ভারত-পাকিস্তান ছাড়াও অস্ট্রেলিয়া-ইংল্যান্ড খেলবে এই সুপার সিরিজে। পাক বোর্ডের প্রধান টুইট করে এই কথা জানিয়েছেন। এই সিরিজ থেকে থেকে যা আয় হবে তা আইসিসি-র সকল সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হবে বলেও মত রামিজের।
রামিজ টুইটারে লেখেন, "আমরা আইসিসি-কে একটি চার দেশীয় টি-২০ সুপার সিরিজের প্রস্তাব দিতে চলেছি। পাকিস্তান-ভারত ছাড়াও অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড খেলবে। প্রতি বছর রোটেশনের ভিত্তিতে এই সিরিজ আয়োজন করা হবে। আলাদা একটা রেভিনিউ মডেল তৈরি করা হবে। আইসিসি-র সকল সদস্যকে আয়ের একটা শতাংশ ভাগ করে দেওয়া হবে। আমরা একজন বিজেতাকেও পেয়ে যাব।"
আরও পড়ুন: সাইনাকে 'আপত্তিকর' মন্তব্য, ক্ষমা চেয়ে টুইট ডিলিট অভিনেতা সিদ্ধার্থের
Hello fans.Will propose to the ICC a Four Nations T20i Super Series involving Pak Ind Aus Eng to be played every year,to be hosted on rotation basis by these four. A separate revenue model with profits to be shared on percentage basis with all ICC members, think we have a winner.
(@iramizraja) January 11, 2022
ভারত-পাকিস্তান সেই ২০১৩ সাল থেকে আইসিসি বা এসিসি ইভেন্ট ছাড়া একে-অপরের মুখোমুখি হয় না। এই দুই প্রতিবেশী রাষ্ট্রের কুটনৈতিক সম্পর্ক এমন জায়গায় এসেছে, যেখানে দ্বিপাক্ষিক সিরিজ আজ অতীত। গতবছর কুড়ি ওভারের বিশ্বযুদ্ধে প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। ভারত ১০ উইকেটে সেই ম্যাচ হারে। এই প্রথম বিশ্বকাপের আসরে ভারতকে হারতে হয় চিরপ্রতিদ্ধন্দ্বী দেশের কাছে।