ইন্দোরে প্রথমে ব্যাট করে বড় রান তুলল অস্ট্রেলিয়া

Updated By: Sep 24, 2017, 05:08 PM IST
ইন্দোরে প্রথমে ব্যাট করে বড় রান তুলল অস্ট্রেলিয়া

ওয়েব ডেস্ক: ইন্দোরে তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৯৩ রান তুলল অস্ট্রেলিয়া। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। দুই অজি ওপেনারই ছন্দে শুরু করেছিলেন। অ্যারন ফিঞ্চ করেন দলের পক্ষে সর্বোচ্চ রান। তাঁর ব্যাট থেকে আসে ১২৪ রান। অন্য ওপেনার ডেভিড ওয়ার্নার আউট হন ৪২ রান করে। অধিনায়ক স্মিথ খেলেন ৬৩ রানের ইনিংস। তবে, রান পাননি ম্যাক্সওয়েল এবং হেড-রা। ম্যাক্সওয়েল করেন ৫ রান। আর হেড আউট হন ৪ রান করে।

আরও পড়ুন স্পিনার ধোনি! হয়ত আজ দেখতেই পারেন এই ভূমিকায়

হ্যান্ডসকম্ব আউট হন ৩ রানে। স্টোইনিস অপরাজিত থাকেন ২৭ রানে। এবং অ্যাগার অপরাজিত থাকেন ৬ রানে। ভারতের হয়ে দুটো উইকেট নিয়েছেন কূলদীপ যাদব এবং বুমরাহ। একটি করে উইকেট পেয়েছেন পাণ্ডিয়া এবং চাহাল।

আরও পড়ুন  একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড

.