৮৩-র স্মৃতি: ফিরে দেখা ২৫ জুন; কপিলের হাত ধরে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের ৩৭ বছর

সেই বিশ্বকাপ জয় থেকেই ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা হয়।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jun 25, 2020, 06:45 PM IST
৮৩-র স্মৃতি: ফিরে দেখা ২৫ জুন; কপিলের হাত ধরে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের ৩৭ বছর
ছবি সৌজন্যে : আইসিসি

নিজস্ব প্রতিবেদন:   ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ২৫ জুন যেন রেড লেটার ডে। ৩৭ বছর আগে আজকের দিনেই ইংল্যান্ডের মাটিতে পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতে নেয় কপিল দেবের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। ১৯৮৩ সাল থেকেই ২৫ জুন ইতিহাসের পাতায় স্বর্নাক্ষরে আজও জ্বলজ্বল করছে।

লর্ডসে ১৯৮৩ সালের বিশ্বকাপ ফাইনালে সেদিন টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিং করতে পাঠান  ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্লাইভ লয়েড। মাত্র ২ রান করেন সুনীল গাভাসকর। আর এক ওপেনার শ্রীকান্ত করেন ৩৮ রান। মহিন্দর অমরনাথ ২৬, সন্দীপ পাতিল ২৭, কপিল দেব ১৫ এবং মদনলাল ১৭ রান করেন। মাত্র ১৮৩ রানে অল আউট হয়ে যায় ভারত।

এরপর ওয়েস্ট ইন্ডিজকে ১৪০ রানে অল আউট করে দেয় ভারত। মদনলাল এবং অমরনাথ তিনটি করে উইকেট নেন। বলবিন্দর সাঁধু ২টি এবং  কপিল দেব ও রজার বিনি একটি করে উইকেট নেন। ৪৩ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ৫০ ওভারের ক্রিকেটে প্রথম বিশ্বকাপ জিতে নেয় ভারত। সেই বিশ্বকাপ জয় থেকেই ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা হয়। এরপর ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দ্বিতীয়বারের জন্য ৫০ ওভারের বিশ্বকাপ জেতে টিম ইন্ডিয়া।

 

 

আরও পড়ুন - সচিনকে টপকে গত ৫০ বছরে ভারতের সেরা ব্যাটসম্যান কে? জেনে নিন

.